ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এজাজ প্যাটেলের আরেক রেকর্ড

প্রকাশিত: ০০:০৯, ৬ ডিসেম্বর ২০২১

এজাজ প্যাটেলের আরেক রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ এক টেস্টে মুদ্রার দুই পিঠ দেখছে নিউজিল্যান্ড। একদিকে ব্যাটিং ব্যর্থতায় মুম্বাইয়ে হারের প্রহর গুনছে সফরকারীরা, অন্যদিকে বল হাতে রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন এজাজ প্যাটেল। প্রথম ইনিংসেই ভারতের ইনিংসের ১০ উইকেটের সব কটি শিকার করে অবিস্মরণীয় হয়ে গেছেন। নাম লিখিয়েছেন জিম লেকার এবং অনিল কুম্বলের পাশে। দ্বিতীয় ইনিংসে নিয়েছেন আরও ৪ উইকেট। অর্থাৎ দুই ইনিংস মিলিয়ে ২২৫ রান দিয়ে ম্যাচে তার মোট শিকার ১৪ উইকেট। ভারতের বিপক্ষে যা সেরা বোলিংয়ের নতুন রেকর্ড। আগের রেকর্ড ছিল পেস বোলিং অলরাউন্ডার ইয়ান বোথামের। ১৯৮০ সালে ভারত সফরে মুম্বাই টেস্টে ১০৬ রানে ১৩ উইকেট নিয়েছিলেন সাবেক ইংলিশ গ্রেট। ২০১৭ সালে পুনে টেস্টে ৭০ রানে ১২ উইকেট পেয়েছিলেন অস্ট্রেলিয়ান বাঁহাতি স্পিনার স্টিভ ও’ কেফে। এক টেস্টের দুই ইনিংসে সর্বোচ্চ ১৯ উইকেট শিকারের অবিশ্বাস্য রেকর্ডটা অবশ্য জিম লেকারেরই। ১৯৫৬ সালে ওল্ড ট্র্যাফোর্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসে ১০ উইকেট নেয়া সেই টেস্টেই ওই কীর্তি গড়েছিলেন ১৯৮৬ সালে প্রয়াত ইংলিশ অফস্পিনার।
×