ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুম্বাই টেস্টে জয় দেখছে ভারত

প্রকাশিত: ০০:০৯, ৬ ডিসেম্বর ২০২১

মুম্বাই টেস্টে জয় দেখছে ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ আলোচিত মুম্বাই টেস্টে জয় দেখছে ভারত। এজাজ প্যাটেলের অবিস্মরণীয় কীর্তিগড়া ১০ উইকেট শিকারের পরও প্রথম ইনিংসে ৩২৫ রান করে বিরাট কোহলির দল। জবাবে ৬২ রানে অলআউটের লজ্জায় ডোবে অতিথিরা। ৭ উইকেটে ২৭৬ রানে ভারত দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে ৫৪০ রানের অসম্ভব লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। যেখানে ৪৫ ওভারে ১২৯ রানেই পঞ্চম উইকেট হারায় কিউইরা। রবিবার তৃতীয় দিন শেষে ৫ উইকেটে সফরকারীদের সংগ্রহ ১৪০। হেনরি নিকোলস ৩৬ এবং রাঁচীন রবীন্দ্র ২ রান নিয়ে ক্রিজে আছেন। জয়ের জন্য তাদের চাই আরও ঠিক ৪০০ রান। বাস্তবিক যা অসম্ভব। বৃষ্টি বা অন্য কোনো কারণ ছাড়া এমনকি ড্র করাও সম্ভব নয়! কারণ এখনো খেলার দুইদিন বাকি। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে মায়াঙ্ক আগারওয়াল ৬২, চেতেশ্বর পূজারা ৪৭, শুভমান গিল ৪৭, কোহলি ৩৬ এবং অক্ষর প্যাটেল ২৬ বলে অপরাজিত ৪১ রান করেন। এজাজ নেন ৪ উইকেট, ম্যাচে তার শিকার সংখ্যা ১৪! অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণির মুখে বেসামাল হয়ে পড়ে নিউজিল্যান্ড। অধিনায়ক টম লাথাম ৬, আরেক ওপেনার উইল ইয়াং ২০, ড্যারিল মিচেল ৬০ রান করে আউট হন। ১৭ ওভারে ২৭ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন অশ্বিন। কানপুরের প্রথম টেস্ট ড্র হওয়ায় এই ম্যাচের ওপরই দুই টেস্টের সিরিজের ভাগ্য নির্ভর করছে।
×