ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়েস্টহ্যামের কাছে চেলসির হার

প্রকাশিত: ০০:০৮, ৬ ডিসেম্বর ২০২১

ওয়েস্টহ্যামের কাছে চেলসির হার

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছে ওয়েস্টহ্যাম ইউনাইটেড। লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম হটস্পার এবং লিচেস্টার সিটিকে আগেই পরাজয়ের স্বাদ উপহার দিয়েছে ডেভিড মোয়েসের দল। শনিবার তারা পরাজিত করেছে উড়তে থাকা চেলসিকেও। ইংলিশ প্রিমিয়ার লীগে নিজেদের মাঠে ওয়েস্টহ্যাম ইউনাইটেড এদিন ৩-২ গোলে পরাজিত করেছে ব্লুজদের। এই হারের ফলে লীগ টেবিলের তৃতীয় স্থানে নেমে গেছে চেলসি। চেলসির পরাজয়ের দিনে জয় নিয়েই মাঠ ছেড়েছে প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল। পেপ গার্ডিওলার দল ৩-১ ব্যবধানে হারিয়েছে ওয়াটফোর্ডকে। অন্যদিকে জার্গেন ক্লপের শিষ্যরা ১-০ গোলে কষ্টে পরাজিত করেছে উল্ভসকে। আর চেলসির পরাজয়ের সুবিধা কাজে লাগিয়ে লীগ টেবিলের পয়েন্ট তালিকার শীর্ষ দুটি স্থানও দখল করে নিয়েছে যথাক্রমে ম্যানসিটি ও লিভারপুল। বর্তমান চ্যাম্পিয়ন সিটি ওয়াটফোর্ডকে হারিয়ে চলতি মৌসুমে প্রথমবারের মত তালিকার শীর্ষস্থান লাভ করেছে। শনিবার লন্ডনে দিনের প্রথম ম্যাচেই খেলতে নেমেছিল চেলসি। কিন্তু মৌসুমের দ্বিতীয় পরাজয়টি বরণ করতে হয়েছে স্বাগতিক ওয়েস্ট হ্যামের কাছে। ম্যাচ শুরুর ২৮ মিনিটে থিয়াগো সিলভার দর্শনীয় হেড আর ৪৪ মিনিটে ম্যাসন মাউন্টের দুর্দান্ত ভলিতে দুই দফা লিড পেয়েছিল ইউরোপীয় চ্যাম্পিয়নরা। কিন্তু দুইবারই তাদেরেকে পিছিয়ে ফেলে স্বাগতিক শিবির। প্রথমার্ধের ৪০ মিনিটে প্রথম দফায় পেনাল্টির সৌজন্যে স্বাগতিকদের হয়ে গোল পরিশোধ করেন ম্যানুয়েল লানজিনি। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে দ্বিতীয় দফায় আসাধারন এক গোল করে ওয়েস্টহ্যামকে সমতায় ফেরান গার্ড বোয়েন। ম্যাচের বয়স যখন ৮৭ মিনিট ঠিক তখন বদলী হিসেবে মাঠে নামা ডিফেন্ডার আর্থার মাসুয়াকু বাঁ প্রান্ত থেকে অসাধারণ দক্ষতায় লক্ষ্য বেধ করলে জয় নিশ্চিত হয় ওয়েস্ট হ্যামের। ওয়েস্টহ্যামের কাছে হেরে হতাশ চেলসির অভিজ্ঞ কোচ থমাস টাচেল। ম্যাচের শেষে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘হারকে আমরা ঘৃনা করি। কিন্তু সেটিই এখন হজম করতে হচ্ছে। এটি আহামরি কোন পারফর্মেন্স নয়। তবে বাস্তবিক অর্থে আমাদেরকে আরো ভাল করতে হবে।’ অন্যদিকে রেফারির শেষ বাশি বাজানোর মাত্র তিন মিনিট আগে গোল করে দলকে জয় উপহার দেওয়ায় রোমাঞ্চিত ওয়েস্টহ্যামের মাসুয়াকু। এ প্রসঙ্গে টুইটারে তিনি লিখেছেন, ‘আমি বিষ্মিত, এটি কি ক্রস ছিল, নাকি শট!’ এরপর উলভসের মাঠে নামে লিভারপুল। জার্গেন ক্লপের শিষ্যদের এদিন বেশ ভালোভাবেই রুখে দিয়েছিল স্বাগতিক দল। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট গোল না হলে তো ড্রয়ের স্বপ্ন নিয়েই মাঠ ছাড়ার স্বপ্ন দেখছিল উল্ভস। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+৪মি.) মোহাম্মদ সালাহর ক্রস থেকে গোল করে দলকে পূর্ণ তিন পয়েন্ট এনে দেন বদলী হিসেবে খেলতে নামা ডিভোক অরিজি। ম্যাচের পর গোলের নায়ক অরিজির প্রশংসায় পঞ্চমুখ জার্গেন ক্লপ। তিনি বলেন, ‘ডিভোক অরিজি, একজন কিংবদন্তী, যিনি ম্যাচের সফল সমাপ্তি টেনে অসাধারণ এক ইতিহাস গড়েছেন। তিনি অসাধারন একজন স্ট্রাইকার। নানামুখি কারণে তিনি নিয়মিত ভাবে একাদশে খেলার সুযোগ পাচ্ছেন না। তবে আশা করছি তিনি একদিন সেই কোচ পেয়ে যাবেন, যিনি তাকে আমার চেয়েও বেশী ম্যাচ খেলার সুযোগ দিবেন। আমি আমার জীবনে যে সব ফিনিশারদের দেখেছি তাদের মধ্যে তিনি সেরাদের একজন। দিনের শেষ ম্যাচে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দেয় ওয়াটফোর্ড। প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই অসাধারণ খেলে সফরকারীরা। ম্যাচ শুরুর ৪ মিনিটেই সিটিজেনদের এগিয়ে দেন রহিম স্টার্লিং। এরপর বার্নার্ডো সিলভার জোড়া গোলে বড় জয় নিশ্চিত হয় তাদের। শেষ মুহুর্তে অবশ্য স্বাগতিক ওয়াটফোর্ডের হয়ে একটি গোল পরিশোধ করেন চুচো হার্নান্দেজ। লীগে টানা পঞ্চম জয়ের সৌজন্যে ৩৫ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে উঠে গেছে ম্যানসিটি। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠেছে লিভারপুল। ২ পয়েন্ট কম নিয়ে তিনে নেমে গেছে চেলসি।
×