ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় দিন খেলা হয়েছে মাত্র ৬.২ ওভার

মিরপুর টেস্টে বৃষ্টির খেলা অব্যাহত

প্রকাশিত: ০০:০৮, ৬ ডিসেম্বর ২০২১

মিরপুর টেস্টে বৃষ্টির খেলা অব্যাহত

মোঃ মামুন রশীদ ॥ সাকিব আল হাসানকে পেয়ে উৎফুল্ল ছিলেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক সৌরভ। কারণ চট্টগ্রাম টেস্টে হারের পর দারুণ লড়াইয়ের আত্মবিশ্বাস পেয়েছেন। তবে দু’দলকে রবিবার লড়তে হয়েছে বৃষ্টির বিরুদ্ধে। সাকিব শুধু ১৫ ওভার বোলিংই করতে পেরেছেন, সাফল্য পাননি। ম্যাচের দ্বিতীয় দিন পর্যন্ত তার কাছ থেকে পাওয়া এটুকুই। দ্বিতীয় দিন বল ছোড়ার সুযোগটাও পাননি। কারণ মিরপুর টেস্টে সকাল থেকে বৃষ্টির দাপটে বেলা ১২টা ৫০ মিনিটে খেলা শুরু হয়, সেটি মাত্র ৬.২ ওভার। প্রথম দিন ৫৭ এবং দ্বিতীয় দিন ৬.২, সবমিলিয়ে দুই দিন শেষে মিরপুর টেস্টে যে ৬৩.২ ওভার খেলা হয়েছে সেখানে পাকিস্তানী ব্যাটারদেরই দাপট। তারা ২ উইকেটে ১৮৮ রান তুলে ফেলেছে। আগের দিন ৩৬ রানে অপরাজিত আজহার আলীর জন্যই কিছুটা লাভজনক হয়েছে এই আধাঘণ্টার খেলা। তিনি অর্ধশতক হাঁকিয়ে অপরাজিত ৫২ রানে, অধিনায়ক বাবর আজম আছেন ৭১ রানে। সাকিব বোলিং করেননি, তবে বৃষ্টি না থামায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ঢাকা কাভারে জমা পানিতে মেতেছেন জলকেলিতে। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনটা এভাবেই শেষ হয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে মিরপুর টেস্টের প্রথম দিন ৩৩ ওভার খেলা হয়নি। দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগেই আলোর স্বল্পতায় আর খেলা গড়ায়নি। এর মধ্যেই বেশ শক্ত অবস্থানে যতে থাকে পাকরা। ৭০ রানে দুই ওপেনারকে হারালেও পরে আর সুযোগ দেননি সাবেক অধিনায়ক আজহার ও বর্তমান অধিনায়ক বাবর। দুজন মিলে অবিচ্ছিন্ন থেকে ৯১ রান যোগ করেন। জুটি ভাঙ্গার আক্ষেপটা দীর্ঘায়িত হয়নি খেলা বন্ধ হয়ে যাওয়ায়। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম একাই জোড়া সাফল্য পেয়েছেন। সাকিব ঠিক ৩ বছর পর মিরপুরে টেস্ট খেলতে নেমে ১৫ ওভার বোলিং করে ৬ মেডেনে ৩৩ রান দিয়েছেন। কয়েকবার জোরালো আবেদন এবং একবার রিভিউ নিয়েও উইকেট শিকারের সাফল্য ধরা দেয়নি মিরপুরের রাজাকে। রবিবার ম্যাচের দ্বিতীয় দিন তাই নির্দিষ্ট সময়ের ৩০ মিনিট আগেই খেলা শুরু হওয়ার কথা। কিন্তু তা হতে পারেনি। সকাল থেকেই মিরপুরে বৃষ্টি, কাভার তোলা যায়নি উইকেটের ওপর থেকে। স্টেডিয়ামের সব গেটেই স্বল্প সংখ্যক দর্শকের অপেক্ষা ছিল মাঠে ঢোকার জন্য। কিন্তু তাদের জন্যও গেট খোলা হয়নি। শেষ পর্যন্ত আগাম লাঞ্চ বিরতি হয়েছে। তবে ধীরলয়ের বৃষ্টি থামেনি। শেষ পর্যন্ত বৃষ্টি থেমে গেলে মাঠ প্রস্তুত করে খেলা গড়িয়েছে বেলা ১২টা ৫০ মিনিটে। দর্শকরাও গ্যালারিতে ঢুকেছেন। কিন্তু ম্যাচ শুরুর আনন্দটা মাত্র ৩০ মিনিটেই শেষ হয়ে গেছে। আবার বৃষ্টিতে থেমে গেছে দিনের খেলা। আগের দিন আজহার বেশ ধীরলয়ে শুরু করেন। ১১২ বল থেকে মাত্র ৩৬ রান করতে সক্ষম হন তিনি। শেরেবাংলায় টেস্টে ব্যক্তিগত সর্বাধিক ২২৬ রানের রেকর্ডটা আজহারের দখলে। বাংলাদেশে ২০১৫ সালে পাকিস্তানের সর্বশেষ টেস্ট সিরিজে ইনিংসটি খেলেছেন তিনি। তবে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে শূন্য ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২৪ রান করেছেন। কিন্তু মিরপুরে পেয়েছেন ভালো ইনিংস খেলার বড় সুযোগ। সেই সুযোগ কাজে লাগাতে মুখিয়ে ছিলেন। দ্বিতীয় দিন খেলা শুরু হতেই কিছুটা চড়াও হয়ে খেলতে শুরু করেন তিনি। টানা বৃষ্টির জন্য আর্দ্র উইকেট ও ভেজা পরিবেশে সুবিধা নিতে বোলিং শুরু করেন দুই পেসার এবাদত হোসেন ও খালেদ আহমেদ। কিন্তু তাদের স্বচ্ছন্দেই মোকাবেলা করেছেন আজহার-বাবর। তৃতীয় জুটি বাড়িয়ে করেছেন ১১৮ রানের। ক্যারিয়ারের ৩৪তম ফিফটি পেয়ে যান আজহার। এদিন আর ২৪ বল মোকাবেলা করে তিনি ১৬ রান করেছেন ৩ চারে। ১৩৬ বলে ৭ চারে ৫২ রানে অপরাজিত আছেন তিনি। আর বাবর ১৪ বলে ১ চারে ১১ রান বাড়িয়ে নিয়েছেন। তিনি এখনও আছেন ১১৩ বলে ৮ চার, ১ ছক্কায় ৭১ রান নিয়ে। সবমিলিয়ে ৬.২ ওভারে পাকরা যোগ করেছে আরও ২৭ রান। এবাদত ৩ ওভারে ২০, খালেদ ৩.২ ওভারে ৭ রান দিয়েছেন। সফল হতে পারেননি কেউ। সাকিব, তাইজুল ও মেহেদি হাসান মিরাজের হাতে বলই ওঠেনি। আবার বৃষ্টি নামলে দীর্ঘ অপেক্ষার পর বেলা ৩টায় দ্বিতীয় দিনের খেলারও সমাপ্তি ঘোষণা করা হয়।
×