ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শোক সংবাদ

প্রকাশিত: ২২:২৪, ৬ ডিসেম্বর ২০২১

শোক সংবাদ

মুক্তিযোদ্ধা আবুল কালাম সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও ॥ রবিবার সকালে বীরহলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও মোটর শ্রমিক নেতা আবুল কালাম আজাদ (৮০) হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন। দুপুর সাড়ে ১২টায় বীরহলী ঈদগাঁও মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। চন্দ্রবান বেগম স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ স্থানীয় সরকার বিভাগের সাবেক উপ সচিব আতাউর রহমান ভূঁইয়ার মা চন্দ্রবান বেগম (৮০) বার্ধক্যজনিত কারণে শনিবার বিকেলে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। রবিবার সকালে জানাজা শেষে আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। মুক্তিযোদ্ধা অধ্যাপক হানিফ নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী ॥ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ হানিফের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ১০টায় নোয়াখালী জিলা স্কুল মাঠে গার্ড অব অনার প্রদান শেষে কোর্ট মসজিদ কবরস্থানে তার লাশ দাফন করা হয়। অধ্যাপক মোঃ হানিফ (৮২) বার্ধক্যজনিত কারণে শনিবার বেলা ১১টায় ইন্তেকাল করেন।
×