ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আবাসিক বাসাবাড়িতে গ্যাস সংযোগ চালুর দাবিতে টঙ্গীতে মানববন্ধন

প্রকাশিত: ১৯:৪৫, ৫ ডিসেম্বর ২০২১

আবাসিক বাসাবাড়িতে গ্যাস সংযোগ চালুর দাবিতে টঙ্গীতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ আবাসিক বাসাবাড়িতে পাইপ লাইনে গ্যাস সংযোগ চালুর দাবিতে সোমবার টঙ্গীতে গ্রাহক ঠিকাদার ঐক্য পরিষদ এক মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। পালন করে। টঙ্গী বাজার তিতাস গ্যাস অফিস আশরাফ সেতুর সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, আবাসিক বাসাবাড়িতে পাইপ লাইনে নয়া গ্যাস সংযোগ বন্ধ থাকায় বাড়িঘরে ভাড়াটিয়ারা পর্যন্ত ভাড়া থাকতে চাচ্ছে না। পাইপ লাইনে গ্যাস সংযোগ বন্ধ থাকায় নতুন বাড়ির নির্মাণ কাজও বন্ধ রয়েছে টঙ্গীসহ সারাদেশে। অনেক বাসাবাড়িতে পাইপ লাইনের বৈধ সংযোগ থাকা সত্বেও বিল্ডিংয়ের উপরের দিকে ফ্ল্যাট সম্প্রসারনের কারনে অনেক বাড়ি মালিক পাইপ লাইনের গ্যাস সংযোগ নিয়ে অবৈধ গ্রাহক হিসাবে চিহ্নিত। আবার অনেক বাসাবাড়িতে একই সঙ্গে পাইপ লাইনের গ্যাস ও বোতলের গ্যাস ব্যবহার করতে হচ্ছে। এতেও ভাড়াটিয়া থাকা না থাকা নিয়ে দেখা দিয়েছে চরম বিড়ম্বনা। একই বিল্ডিংয়ের এক ফ্ল্যাটে পাইপ লাইনের গ্যাস আরেক ফ্ল্যাটে বোতলের গ্যাস। নতুন গ্যাস সংযোগ চালু না করায় বহু বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে বাড়িঘরের ভাড়াটিয়াদের ধরে রাখতে বাধ্য হচ্ছেন বাড়ি মালিকরা। তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অবিলম্বে বাসাবাড়িতে নয়া গ্যাস সংযোগ চালুর দাবী জানান। অপরদিকে নয়া গ্যাস সংযোগ দেয়াদের সঙ্গে জড়িত ঠিকাদার পরিবারের প্রায় দুই লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছে গত কয়েক বছর ধরে। আয়রোজগার না থাকায় তাদের এখন পথে বসার উপক্রম হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন তিতাস গ্যাস ঠিকাদার সমিতি টঙ্গী জোনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, হুমায়ুন কবির রশিদ, জহিরুল ইসলাম, আবুল বাশার, মাসুদ রানা, রফিকুল ইসলাম, লোকমান হোসেন ও সাইফুল ইসলাম প্রমুখ। টঙ্গীতে আয়োজিত ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় টঙ্গী, গাজীপুর, সাভার ও আশুলিয়ার গ্রাহক ও ঠিকাদার ঐক্য পরিষদের লোকজন।
×