ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিলেবাস কমানোর দাবিতে এসএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রকাশিত: ১৯:৪২, ৫ ডিসেম্বর ২০২১

সিলেবাস কমানোর দাবিতে এসএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ ২০২২ ব্যাচের এসএসসি পরীক্ষার সিলেবাস ৭০ শতাংশ কমানোর দাবিতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। রবিবার বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুর্গাপুর-বিরিশিরি সড়কের প্রেসক্লাব মোড়ে এ বিক্ষোভ পালিত হয়। অবরোধ কর্মসূচিতে দুর্গাপুর সদরের এমকেসিএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, সুসং আদর্শ বিদ্যানিকেতনসহ বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক পরীক্ষার্থী অংশ নেয়। এ সময় এসএসসি পরীক্ষার্থীরা বলে, ‘করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা তেমন পড়াশোনার সুযোগ পাইনি। শিক্ষা মন্ত্রণালয় আমাদের সিলেবাস মাত্র ৩০ শতাংশ কমিয়েছে, যা এত সীমিত সময়ে পড়ে শেষ করা অসম্ভব।’ এসব নানা যুক্তি দেখিয়ে তারা ৭০ শতাংশ কমিয়ে ৩০ শতাংশ করার তুলে ধরে। দাবি না মানলে পরবর্তীতে আরও কঠের কর্মসূচির হুশিয়ারি দেয় তারা। এদিকে অবরোধ চলাকালে দুর্গাপুর-বিরিশিরি ও দুর্গাপুর-নাজিরপুর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন গিয়ে তাদের শান্ত করে অবরোধ তুলে দেন।
×