ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফতুল্লায় গ্যাসের লিকেজ থেকে আগুন ॥ ৪ জন দগ্ধ

প্রকাশিত: ১৬:১৩, ৫ ডিসেম্বর ২০২১

ফতুল্লায় গ্যাসের লিকেজ থেকে আগুন ॥ ৪ জন দগ্ধ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের ফতুল্লার কায়েমপুরের বিলাসনগর এলাকায় একটি ছয়তলা ভবনের পাঁচতলার একটি ফ্ল্যাট বাসায় গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে গ্যাস জমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ৪ জন দগ্ধ হয়েছেন। শনিবার রাত ১১টায় এ ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন, ওই ভবনের ভাড়াটিয়া মিলন হোসেন (২৬), ওসমান গণি (২৫), সাহেদ মিয়া (৩০) ও চায়না বেগম (৩৭)। দগ্ধদের উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা সবাই গার্মেন্টসের জুট গোডাউনের শ্রমিক। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে পুলিশ জানায়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, বিলাসনগর এলাকায় বুলবুল মিয়ার ছয়তলা বাড়ির পাচঁতলার একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছি ঝুট গোডাউনের চার শ্রমিক। কাজ শেষে তারা বাসায় ফিরে রান্না করার জন্য ম্যাচের কাঠি ধরাণোর সাথে সাথে বাসায় আগুন ধরে যায়। এতে বাসায় থাকা চারজনই আগুনে দগ্ধ হয়। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে গ্যাস বেরিয়ে রুম ভর্তি ছিল। তারা কর্মস্থল থেকে এসে চুলা ধরানোর সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৪ জন দগ্ধ হন। ফতুল্লা মডেল থানার ওসি মোঃ রাকিবুজ্জামান জানান, আগুনে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। এদেরকে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। একজন এখনও গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
×