ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের উদ্বোধন

প্রকাশিত: ১৬:০৭, ৫ ডিসেম্বর ২০২১

পঞ্চগড়ে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তিকৃত রোগীদের সার্বক্ষণিক অক্সিজেন সুবিধা দেয়ার লক্ষ্যে সেন্ট্রাল অক্সিজেন প্লাটের উদ্বোধন করা হয়েছে। এসময় ১শ‘ শয্যা বিশিষ্ট পঞ্চগড় সদর হাসপাতালের প্রতিটি শয্যায় অক্সিজেন লাইন চালু হয়। আজ রবিবার দুপুরে হাসপাতাল চত্বরে ফিতা কেটে নব নির্মিত অক্সিজেন প্লান্টের উদ্বোধন করেন পঞ্চগড়-০১ আসনের সাংসদ সদস্য মজাহারুল হক প্রধান। এ উপলক্ষে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আয়োজনে সিভিল সার্জন অফিস চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। পঞ্চগড় সিভিল সার্জন ডা. মো ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পঞ্চগড়ের অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম শফিকুল ইসলাম, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন। ইউনিসেফের অর্থায়নে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যায়ে ১০ হাজার লিটার ক্ষমতা সম্পন্ন লিকুইড অক্সিজেন প্লান্টটি নির্মাণ করে স্পেকট্রা ইন্টারন্যাশনাল লিমিটেড।
×