ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘উলিপুরের গণহত্যা, শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ০২:০২, ৫ ডিসেম্বর ২০২১

‘উলিপুরের গণহত্যা, শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ মুক্তিযুদ্ধের শেষপ্রান্তে ১৯৭১ সালের ৪ ডিসেম্বর পাকিস্তানী দখলদার বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে উলিপুর হানাদার মুক্ত হয়। শনিবার সকালে উপজেলা অডিটরিয়াম হলরুমে ‘উলিপুরের গণহত্যা, শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা’ শিরোনামে আবু হেনা মোস্তফার গবেষণামূলক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। উলিপুর মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ কমিটির আহ্বায়ক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন। এ সময় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্রাহাম লিঙ্কন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাহাড়ী বীর প্রতীক, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার, পৌর মেয়র আলহাজ মামুন সরকার মিঠু প্রমুখ। ভোলায় জেলা জজ আদালতে হেল্প ডেস্ক উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলা জেলা ও দায়রা জজ আদালতে ‘হেল্প ডেস্ক’ সেবাকুঞ্জ উদ্বোধন করা হয়েছে। শনিবার উদ্বোধন করেন ভোলা জেলা ও দায়রা জজ মহসিনুল হক। তিনি বলেন, হেল্প ডেস্ক স্থাপনের ফলে একদিকে যেমন সুশাসন প্রতিষ্ঠা হবে অন্যদিকে বিচার প্রার্থী মানুষ হয়রানির শিকার হবে না। অনুষ্ঠানে চীফ জুডিসিয়াল মেজিস্ট্রেট শরিফ সানাউল হক, অতিরিক্ত জেলা জজ ওসমান গনি, নারী ও শিশু ট্রাইব্যুনালর বিচারক নুরুল আলম নিপু, সিনিয়র সহকারী জজ নাসিম মাহমুদ, যুগ্ম জেলা জজ জাকারিয়া, জুডিসিয়াল মেজিস্ট্রেট আলী হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার আব্বাস উদ্দিন, ভোলা প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান প্রমুখ।
×