ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উখিয়ায় ৪৫ কর্মসৃজন প্রকল্পের কাজ শুরু

প্রকাশিত: ০১:৫৪, ৫ ডিসেম্বর ২০২১

উখিয়ায় ৪৫ কর্মসৃজন প্রকল্পের কাজ শুরু

সংবাদদাতা, উখিয়া ॥ উখিয়ার ৫ ইউনিয়নে একযুগে হতদরিদ্রদের জন্য কর্মসৃজন ইজিপিপি ৪৫টি প্রকল্পের কাজ শনিবার সকালে শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে রাজাপালং উত্তর পুকুরিয়া কবরস্থানের পাশ থেকে শুরু হওয়া প্রকল্পের উদ্বোধন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ। উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আল মামুন ও ইউপি সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। সূত্রে জানা যায়, ২০২১-২০২২ সালের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস উপজেলার ৫ ইউনিয়নের ৪৫টি গ্রামীণ অবকাঠামো সংস্কারের উদ্যোগ নিয়েছে। প্রকল্প বাস্তবায়ন করার জন্য জালিয়াপালং ইউনিয়নে ৮২৬, পালংখালী ইউনিয়নে ১ হাজার ৬১৬, রতœাপালং ইউনিয়নে ৪৬৫, হলদিয়াপালং ইউনিয়নে ১হাজার ১৯৩ ও রাজাপালং ইউনিয়নে ১ হাজার ৫৯ দৈনিক জনপ্রতি ৪ শ’ টাকা মজুরিতে ৫ হাজার ১৫৯ শ্রমিক নিয়োগ করা হয়েছে। তারা ৫৮ দিন কাজ করতে পারবেন। শেরপুরে বিদ্যুতস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরের নকলায় বিদ্যুতস্পৃষ্টে নবী হোসেন (৫৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পাঠাকাটা এলাকায় ওই ঘটনা ঘটে। নবী হোসেন উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তী গ্রামের মৃত ফসির উদ্দিনের ছেলে। জানা যায়, নকলা উপজেলার পাঠাকাটা এলাকার ইমরান হোসেনের নতুন ভবনের ছাদ নির্মাণের জন্য রডের কাজ করছিল নির্মাণ শ্রমিক নবী হোসেন। শনিবার দুপুর দেড়টার দিকে রড ঝালাইয়ের সময় হঠাৎ ছাদের রড বিদ্যুতায়িত হয়ে গেলে নবী হোসেন বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
×