ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালেদা জিয়ার মুক্তি দাবিতে কুড়িগ্রামে কৃষক দলের বিক্ষোভ

প্রকাশিত: ০১:৫৩, ৫ ডিসেম্বর ২০২১

খালেদা জিয়ার মুক্তি দাবিতে কুড়িগ্রামে কৃষক দলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা কৃষক দল। শনিবার কৃষক দলের উদ্যোগে শহরের ডায়াবেটিস মোড় থেকে জাহাজ ঘর মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা কৃষক দলের আহ্বায়ক অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক সামিউর রহমান হীরা, জেলা বিএনপির সদস্য শাহিন শেখ রনজু প্রমুখ। খাগড়াছড়িতে ছাত্রদলের বিক্ষোভে পুলিশের বাধা পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে খাগড়াছড়িতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা ও ধাক্কাধাক্কি হয়েছে। শনিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন রিপনের নেতৃত্বে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয় থেকে ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি বের হলে পুলিশ দফায় দফায় বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের কয়েক দফা ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে বিপুল সংখ্যক পুলিশ মিছিলটি মূল সড়কে উঠার আগে আটকে দিলে সেখানে সমাবেশ করে। খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নুরশাত হোসেন বাপ্পি ও সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন রানাসহ জেলা, উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
×