ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘করোনায় স্থবির শিক্ষার পরিবেশ গতিশীল করার আহ্বান’

প্রকাশিত: ০১:৫২, ৫ ডিসেম্বর ২০২১

‘করোনায় স্থবির শিক্ষার পরিবেশ গতিশীল করার আহ্বান’

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী ॥ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রফেসর হোসাইন আহমেদ আরিফ ইলাহী দুইদিন ধরে নোয়াখালী জেলা সদরের পাবলিক কলেজ, ভূলুয়া ডিগ্রী কলেজ এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কর্তৃক প্রতিষ্ঠিত কোম্পানীগঞ্জের চৌধুরীর হাট কলেজে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ কলেজগুলোর অবকাঠামোগত অবস্থান পরিদর্শন করেন। এই সময় তিনি স্ব স্ব কলেজের শিক্ষার পরিবেশ অক্ষুণœ রেখে কাজ করার পরামর্শ প্রদান করেন। বর্তমানে কোভিড-১৯ এর ছোবলে আক্রান্ত শিক্ষার পরিবেশকে গতিশিল রাখারও উদাত্ত আহ্বান জানান। উল্লেখিত প্রতিষ্ঠানগুলো ছাড়াও তিনি আরও কয়েকটি স্কুল-কলেজ পরিদর্শন করেন। এর আগের রাত এগারোটা ত্রিশ মিনিট পর্যন্ত তিনি জেলা শহরের বন বিভাগের অতিথি ভবন মিলনায়তনে বিভিন্ন উপজেলার এবং পার্শ্ববর্তী ফেনী জেলার কলেজসমূহের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষকগণের উপস্থিতিতে সকলের দীর্ঘদিনের সমস্যাসমূহ ধৈর্য ধরে শ্রবণ করে বিধি অনুযায়ী সমাধানের আশ্বাসও প্রদান করেন।
×