ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডোমিঙ্গোকে নিয়ে সিদ্ধান্ত জানুয়ারিতে

প্রকাশিত: ০১:৪১, ৫ ডিসেম্বর ২০২১

ডোমিঙ্গোকে নিয়ে সিদ্ধান্ত জানুয়ারিতে

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ বিশ^কাপে চরম ভরাডুবির শিকার হয় বাংলাদেশ। এরপর প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোসহ কোচিং প্যানেল, টিম ম্যানেজমেন্ট ও ক্রিকেটাররা চরম সমালোচনার শিকার হন। তবে এর আগেই ডোমিঙ্গোর সঙ্গে চুক্তি বাড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তির শর্ত যেমন কঠিন তেমনি বিশ^ব্যাপী করোনাভাইরাসের দাপটে নতুন করে দ্রুত কোচ পাওয়া কঠিন। তাই ডোমিঙ্গোর অধীনে বাংলাদেশের পারফর্মেন্স সুবিধাজনক না হলেও তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবি নেবে জানুয়ারিতে। অর্থাৎ নিউজিল্যান্ড সফরের পর। শনিবার বিষয়টি জানান বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। টি২০ বিশ^কাপে ব্যর্থতা অনুসন্ধানে ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিসিবি। সেই কমিটিতে ছিলেন দুই সিনিয়র পরিচালক জালাল ইউনুস ও এনায়েত হোসেন সিরাজ। তারা তদন্ত শেষ করে ফেলেছেন। এখনও আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন না দিলেও পাপন জেনেছেন বিশ^কাপ ব্যর্থতার পেছনে বড় কোন কারণ খুঁজে পাওয়া যায়নি। আর কোচ ডোমিঙ্গোকে নিয়েও কোন অভিযোগ নেই। তাই প্রধান কোচের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পাপন বলেন, ‘বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে রাসেল ডোমিঙ্গো আমাদের কাছে মেইল করে, তার ভাল একটি প্রস্তাব এসেছে, ও চলে যেতে চায়। ও জানতে চাচ্ছিল, আমরা ওর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াব কিনা। আমরা চুক্তি বাড়িয়ে দিয়েছি। আগে যে চিন্তা-ভাবনা ছিল, তাই আছে। আমরা বিশ্বকাপের রিপোর্টের অপেক্ষা করছি। আমাদের তদন্ত কমিটি যেদিন রিপোর্ট দেবে, এরপরই আমি বসতে চাই ক্রিকেটারদের সঙ্গে। রিপোর্ট পাওয়ার পর আগামী জানুয়ারিতে আমরা কোচের ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
×