ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দশজন নিয়েও হার এড়াল চট্টগ্রাম আবাহনী

প্রকাশিত: ০১:৪১, ৫ ডিসেম্বর ২০২১

দশজন নিয়েও হার এড়াল চট্টগ্রাম আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ স্বাধীনতা কাপ ফুটবলে শনিবার ডি-গ্রুপে দুটি খেলা অনুষ্ঠিত হয়। কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে দশজন নিয়ে খেলেও হার এড়িয়েছে এই আসরের একবারের শিরোপাধারী চট্টগ্রাম আবাহনী লিমিটেড। তারা ১-১ গোলে ড্র করে বাংলাদেশ নৌবাহিনী ফুটবল দলের সঙ্গে। নিজেদের দ্বিতীয় ম্যাচে এটি চট্টগ্রাম আবাহনীর দ্বিতীয় ড্র। ২ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের দুইয়ে। সমান ম্যাচে এটা নৌবাহিনীর প্রথম ড্র। ১ পয়েন্ট নিয়ে তারা আছে তলানিতে। শনিবারের ড্রতে দুই দলেরই কোয়ার্টারে যাবার সম্ভাবনা বেঁচে রইলে। তবে চট্টগ্রাম আবাহনীর শেষ খেলা বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সঙ্গে, তাই তাদের সম্ভাবনা একটু কম। আর সমশক্তির পুলিশের সঙ্গে খেলা বিধায় নৌবাহিনীর সম্ভাবনা একটু বেশি। ম্যাচের ১৪ মিনিটে গোল করে এগিয়ে যায় নৌবাহিনী। ডিফেন্ডার রহমত মিয়া উঁচু ক্রস ফেলেন প্রতিপক্ষের বক্সে। সেই বলে অনায়াসেই মাথা ছুঁয়েই গোল করেন ফরোয়ার্ড জুয়েল রানা। ৮৫ মিনিটে আরও বিপদে পড়ে যায় আবাহনী। গালিবকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে বহিষ্কৃত হন মিডফিল্ডার সোহেল রানা। ফলে দশজনের দলে পরিণত হয় বন্দরনগরীর দলটি। তারপরও হাল ছাড়েনি তারা। ক্রমাগত আক্রমণ শাণায়। তা থেকে ৮৯ মিনিটে সমতায় ফেরে চট্টগ্রাম আবাহনী। প্রতিপক্ষের ডি-বক্সের কয়েক গজ পেছন থেকে ফ্রি কিক পায় তারা। ডিফেন্ডার কামরুল ইসলাম উড়ন্ত ফ্রি কিক ফেলেন বক্সের ভেতরে। জটলার মধ্যে লাফিয়ে ওঠে হেড করে বল জালে পাঠান নাইজেরিয়ান ডিফেন্ডার কেহেন ডিইয়াসা (১-১)। শেষ পর্যন্ত ওই স্কোরেই খেলা শেষ হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল।
×