ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ময়মনসিংহ ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

প্রকাশিত: ০১:১৯, ৫ ডিসেম্বর ২০২১

ময়মনসিংহ ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগ নেতা কর্মী এবং সমর্থকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনায় সরকারী আনন্দ মোহন কলেজের দুই শিক্ষক আহত হয়েছেন। শনিবার দুপুরের দিকে এই সংঘর্ষের সময় ৩ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এরকম অবস্থায় কলেজ কর্তৃপক্ষ অনিবার্য কারণ উল্লেখসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ছাত্রদের শনিবার রাত সাড়ে ৮টার মধ্যে এবং ছাত্রীদের রবিবার সকাল সাড়ে ৮টার মধ্যে হোস্টেল ত্যাগের নির্দেশ দিয়েছে। ছাত্রলীগ আনন্দ মোহন কলেজ শাখা ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নাকি মহানগর ছাত্রলীগের অধীন থাকবে এমন আধিপত্যকে নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত। এর আগে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত গত ৩ ডিসেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগ ইউনিট বাংলাদেশ ছাত্রলীগ জেলা শাখার অন্তর্গত ইউনিট হিসেবে বিবেচিত হবে। কেন্দ্রীয় ছাত্রলীগের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দের দাবি আনন্দ মোহন কলেজ ময়মনসিংহ মহানগরের ভেতর। আর তাই আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগ মহানগরের অন্তর্গত ইউনিট হিসেবে বিবেচিত হবে।
×