ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে পরীক্ষামূলক ফেরি চালু

প্রকাশিত: ০১:১৭, ৫ ডিসেম্বর ২০২১

শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে পরীক্ষামূলক ফেরি চালু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ/নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর ॥ বহু প্রতীক্ষার অবসান ঘটেছে। অবশেষে শিমুলিয়া থেকে সোজা পথে মাঝিরকান্দি রুটে শনিবার দুপুরে পরীক্ষামূলক ফেরি চালু হয়েছে। এতে পদ্মা সেতু এড়িয়ে শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে ফেরি চলাচল করতে পারবে। বিআইডব্লিউটিসি বলেছে, এতে দূরত্ব হ্রাস পাওয়ার পাশাপাশি রাতেও ফেরি চালু করা যাবে। গত ১৮ আগস্ট থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচলে অচলাবস্থা তৈরি হয়। প্রবল স্রোতের কারণে বিআইডব্লিউটিসি অধিকাংশ সময় ফেরি বন্ধ রাখে। পরে গত ৮ নবেম্বর থেকে দিনের বেলায় ১০ ঘণ্টা সীমিত ফেরি চালু রয়েছে। কিন্তু দুর্ভোগ লাঘব হয়নি। তাই বিকল্প হিসেবে পদ্মা সেতু এড়িয়ে শিমুলিয়া থেকে মাঝিরকান্দি রুটে ফেরি চালুতে খুশি ঘাট ব্যবহারকারীরা। শিমুলিয়ায় বিআইডব্লিউটিসির ঘাট সুপারভাইজার আল ফয়সাল বলেন, মাঝিরকান্দিতে গেল ২৬ আগস্ট ঘাট তৈরি হলেও স্রোত ও নাব্যের অভাবে চালু করা যায়নি। এই রুটে দূরত্ব কমবে তিন কিলোমিটার। শিমুলিয়া থেকে মাঝিরকান্দির দূরত্ব ৮ কিলোমিটার। আর শিমুলিয়া থেকে বাংলাবাজারের দূরত্ব ১১ কিলোমিটার।
×