ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১২ ডিসেম্বর ফাইভ-জি যুগে প্রবেশ করছে বাংলাদেশ ॥ মোস্তাফা জব্বার

প্রকাশিত: ০১:১৫, ৫ ডিসেম্বর ২০২১

১২ ডিসেম্বর ফাইভ-জি যুগে প্রবেশ করছে বাংলাদেশ ॥ মোস্তাফা জব্বার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আমরা আগামী ১২ ডিসেম্বর ফাইভ-জি এর যুগে প্রবেশ করতে যাচ্ছি। অথচ পৃথিবীর ৬/৭টি দেশের বেশি কোন দেশ এখনও পর্যন্ত ফাইভ-জিতে প্রবেশ করেনি। এর মধ্য দিয়ে ২০২৩ সালের ভিতরে ফাইভ জি প্রধান বিষয় হয়ে দাঁড়াবে। ফাইভ-জির যুগে প্রবেশের বিষয়টি ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে নিশ্চয়তা করা হয়েছে। আপনারা ফাইভ-জিকে টু-জি, থ্রি-জির মতো আরও একটি মোবাইলের প্রযুক্তি মনে করবেন না। আগামী দিনের বিশ্বকে বদলে দেয়ার একটি প্রযুক্তি হচ্ছে ফাইভ-জি। আমরা প্রযুক্তিতে ৩২৪ বছর পেছনে পড়া একটি দেশ। এই প্রথম পৃথিবীর সর্বাগ্রে যে দেশগুলো প্রযুক্তি গ্রহণ করেছে, বাংলাদেশ তার মধ্যে স্থায়ী আসন গ্রহণ করতে যাচ্ছে। এটাকে নেতিবাচকভাবে দেখার কোন সুযোগ নেই, এটাকে ইতিবাচকভাবে দেখতে হবে। আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য ফাইভ-জি কতটা জরুরী, আমি নিশ্চিত ২০২৩ সালের মধ্যে আপনারা প্রত্যেকে তা উপলব্ধি করতে পারবেন।
×