ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলের ফাইনাল চূড়ান্ত

প্রকাশিত: ০০:৫৪, ৫ ডিসেম্বর ২০২১

বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলের ফাইনাল চূড়ান্ত

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অ-১৭) এর ফাইনালে উঠেছে রাজশাহী এবং সিলেট বিভাগ। এদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অ-১৭)- এর ফাইনালে জায়গা করে নিয়েছে ময়মনসিংহ এবং রংপুর বিভাগ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এবং ক্রীড়া পরিদফতরের সহযোগিতায় মোহাম্মদপুরস্থ সরকারী শারীরিক শিক্ষা কলেজ মাঠে বালক এবং বালিকাদের বয়সভিত্তিক এই টুর্নামেন্টের চারটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় শনিবার। বালিকাদের সেমিতে রংপুর বিভাগ ৩-০ গোলে খুলনা বিভাগকে এবং ময়মনসিংহ বিভাগ ১-০ গোলে রাজশাহী বিভাগকে; বালকদের সেমিতে রাজশাহী বিভাগ ১-০ গোলে ঢাকা বিভাগকে এবং সিলেট বিভাগ টাইব্রেকার সাডেন ডেথে ৮-৭ গোলে চট্টগ্রাম বিভাগকে হারিয়ে ফাইনালে ওঠে। আগামী ৯ ডিসেম্বর কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বয়সভিত্তিক এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। শিরোপার লড়াইয়ে বালকদের বিভাগে মুখোমুখি হবে সিলেট এবং রাজশাহী বিভাগ এবং বালিকা বিভাগে লড়বে ময়মনসিংহ এবং রংপুর বিভাগ। দর্শকশূন্য মাঠে বার্সা-বেয়ার্নের ম্যাচ স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ‘ই’ গ্রুপের ম্যাচে আগামী বুধবার বেয়ার্ন মিউনিখের মুখোমুখি হবে বার্সিলোনা। আর এ্যালিয়াঞ্জ এ্যারেনায় হতে যাওয়া এই ম্যাচে কোন দর্শক না রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। স্প্যানিশ লা লিগার জায়ান্ট ক্লাব বার্সিলোনা শুক্রবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে বিষয়টি। মূলত, জার্মানির বাভারিয়ায় করোনাভাইরাস পরিস্থিতি অবনতির দিকে যাওয়ার কারণেই এমন সিদ্ধান্ত।
×