ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোনাল্ডোর নজর এখন নতুন রেকর্ডে

প্রকাশিত: ০০:৫৩, ৫ ডিসেম্বর ২০২১

রোনাল্ডোর নজর এখন নতুন রেকর্ডে

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সাঁইত্রিশ ছুঁই ছুঁই বয়স। তবে বয়সটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাঠের পারফর্মেন্সে এখনও অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলছেন সিআর সেভেন। ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে রিয়াল মাদ্রিদ-জুভেন্টাস ঘুরে এখন আবারও ইংলিশ প্রিমিয়ার লীগে মাঠ কাঁপাচ্ছেন তিনি। ভাঙছেন একের পর এক রেকর্ড, গড়েছেন ফুটবল বিশ্বে আধিপত্য। দুইদিন আগেই ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ক্যারিয়ারে ৮০০ গোলের অনন্য মাইলফলক স্পর্শ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগীজ সুপারস্টার। তবে নিজেকে এখানেই আটকে রাখতে নারাজ সি আর সেভেন। ভক্ত-অনুরাগীদের সমর্থন নিয়ে আরও নতুন রেকর্ড গড়তে চান তিনি। এ প্রসঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগীজ তারকা বলেন, ‘ প্রথম ফুটবলার হিসেবে ৮০০ গোল করতে পেরে আমি খুশি। কী বিস্ময়কর এবং অবিস্মরণীয় একটি পথচলা হয়ে উঠেছে এটি। আমার পাশে থাকার জন্য সব সমর্থকদের ধন্যবাদ। ৮০১ এবং এখনও চলছে! এই সংখ্যাটি আরও এগিয়ে চলুক এবং সম্ভাব্য প্রতিটি রেকর্ড ভাঙতে থাকুক! চলুন একসঙ্গে এগিয়ে যাই।’ পর্তুগীজ ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে ৫ গোল করেছিলেন ক্রিস্টিানো রোনাল্ডো। ৪৫০ গোল করেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে। ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের হয়ে তার গোলসংখ্যা ১০১। ১১৫ গোল করেছেন পর্তুগালের হয়ে। ইউনাইটেডে দুই স্পেলে তার গোলসংখ্যা দাঁড়ালো এখন ১৩০ এ। গত বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লীগের ম্যাচে আর্সেনালের বিপক্ষে ৩-২ গোলের জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ম্যাচেই জোড়া গোল করেন রোনাল্ডো। এর ফলে ১০৯৭ ম্যাচ থেকে তার গোলসংখ্যা ৮০১। ফুটবলের ইতিহাসে ক্যারিয়ার গোলের হিসেবে সব সেরাদের বেশ আগেই পেছনে ফেলেছেন তিনি। ফুটবল কিংবদন্তি পেলের ৭৬৭ গোল পর্তুগালের অধিনায়ক ছাপিয়ে গেছেন গত মার্চে। এরপর পেছনে ফেলেন ব্রাজিলের আরেক বিশ্বকাপ জয়ী তারকা রোমারিওর ৭৭২ গোল। রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসের সাবেক এই তারকা ফুটবলারের সামনে এখন কেবল নিজেকেই ছাড়িয়ে যাওয়ার হাতছানি। ব্যক্তিগত পারফর্মেন্সে আলো ছড়ালেও রোনাল্ডোর দল ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা খুব ভালো নয়। বাজে পারফর্মেন্সের কারণে সম্প্রতি বরখাস্ত হয়েছেন ওলে গানার সোলসজায়ের। তারই উত্তরসূরি হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের আপৎকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মাইকেল ক্যারিক। তার প্রতি শুভকামনা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সোলসজায়েরের বরখাস্তের পর মাত্র তিন ম্যাচ ইউনাইটেডের ডাগ আউটে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছিলেন ক্যারিক। এই তিন ম্যাচের মধ্যে ক্যারিকের অধীনে ইউনাইটেড দুই ম্যাচে জয় ও একটিতে ড্র করে। সর্বশেষ বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে আর্সেনালের বিপক্ষেও পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। কোচের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনাল্ডো বলেন, ক্যারিকের সাথে কাজ করার সুযোগ পাওয়া সত্যিই সৌভাগ্যের। ক্যারিকের সাথে ইউনাইটেডের প্রথম মেয়াদে খেলারও সুযোগ পেয়েছিলেন রোনাল্ডো। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যারিকের সাথে একটি ছবি পোস্ট করে রোনাল্ডো লিখেছেন, ‘একজন খেলোয়াড় হিসেবে ক্যারিক অসাধারণ ছিল। আর তারই ধারাবাহিতকতায় একদিন সে অসাধারণ একজন কোচ হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করবেন। এই ব্যক্তিটির কাছে অসম্ভব বলে কিছু নেই। ব্যক্তিগতভাবে তার সাথে খেলতে পেরে আমি গর্বিত। একইসাথে দলের কোচ হিসেবে পেয়েও আমি দারুণ সন্তুষ্ট।’ আর্সেনালের বিপক্ষে জোড়া গোলের সৌজন্যে চলতি মৌসুমে ১৬ ম্যাচ খেলে ইউনাইটেডের হয়ে সর্বোচ্চ ১২ গোল করেছেন রোনাল্ডো।
×