ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শোক সংবাদ

প্রকাশিত: ০০:০৬, ৫ ডিসেম্বর ২০২১

শোক সংবাদ

আমিনুল ইসলাম নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও ঠাকুরগাঁও রোড যুব সংসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (৫৯) আধুনিক সদর হাসপাতালে শুক্রবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ...রাজিউন)। তিনি স্ত্রী ও এক পুত্র রেখে গেছেন। বাদ জুমা ঠাকুরগাঁও পৌরসভার ইসলামনগর খানকা শরীফ মসজিদে জানাজা শেষে ইসলামনগর গোরস্তানে তার লাশ দাফন করা হয় । তপন কুমার দত্ত নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর ॥ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালমারী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর জেলা শাখার কার্যনির্বাহী সদস্য, বোয়ালমারী উপজেলার সাতৈর ইয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তপন কুমার দত্ত (৫২) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে পরলোকগমন করেছেন। তিনি বৃদ্ধ মা ও স্ত্রী রেখে গেছেন। শনিবার সকাল ১০টায় বোয়ালমারীর সাতৈর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামের পারিবারিক শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মোর্শেদা বেগম নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী ॥ বাউফল উপজেলার কালাইয়া বন্দরের সমাজ সেবক মরহুম মোতাহার মিয়ার স্ত্রী মোর্শেদা বেগম (৭২) শুক্রবার রাতে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি ৫ ছেলে রেখে গেছেন। শনিবার দুপুর ২টায় কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে বন্দরের সবুজবাগ এলাকার পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। সোফিয়া খানম সংবাদদাতা, ধামরাই, ঢাকা ॥ ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিনের মা সোফিয়া খানম (৭৮) সাভারের একটি হাসপাতালে শনিবার দুপুর ২টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও চার মেয়ে রেখে যান। বাদ এশা বৈইন্যা ঈদগাঁ মাঠে জানাজা শেষে বৈইন্যা কবরস্থানে তার লাশ দাফন করা হয়। হাফিজুর রহমান নবী স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ মেডিসিন ব্যবসায়ী স্কুলপাড়ার এস, এম, হাফিজুর রহমান নবী (৫৭) শুক্রবার রাতে পাবনা জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে রেখে গেছেন। শনিবার বেলা এগারোটায় এস,এম স্কুল মাঠে জানাজা শেষে রহিমপুর কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।
×