ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এহসানের টাকা আত্মসাত মামলার তদন্তে পিবিআই

প্রকাশিত: ০০:০৬, ৫ ডিসেম্বর ২০২১

এহসানের টাকা আত্মসাত মামলার তদন্তে পিবিআই

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর ॥ এহসান গ্রুপের ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় এক গ্রাহকের দায়ের করা মামলা তদন্ত করছে নাজিরপুর পিবিআইয়ের একটি টিম। জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের পাতিলাখালী গ্রামের মোঃ ছালেক শেখের ছেলে ভুক্তভোগী গ্রাহক মোঃ ইস্রাফিল শেখ বাদী হয়ে ১৭ অক্টোবর পিরোজপুর জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সংস্থাটির উপজেলা মাঠকর্মী মোঃ সাঈদুর রহমানকে প্রধান আসামি করে তার পরিবারের ৩ সদস্যের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আদালত জমা দেয়া টাকা আত্মসাতের অভিযোগে করা মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কাছে পাঠান। এ ব্যাপারে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা (ওসি) মোঃ বায়েজিদ হোসেন জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ হলে রিপোর্ট পাওয়া যাবে। প্রসঙ্গত, প্রায় ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক গ্রাহকের দায়ের করা মামলায় ৯ সেপ্টেম্বর সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাওলানা রাগীবসহ তিনজনকে পলাতক অবস্থায় ঢাকা থেকে আটক করে র‌্যাব।
×