ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোভিয়েত নৌসেনা রেডকিনের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ০০:০৫, ৫ ডিসেম্বর ২০২১

সোভিয়েত নৌসেনা রেডকিনের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মুক্তিযুদ্ধ পরবর্তী বন্দরে মাইন অপসারণ করতে গিয়ে প্রাণ হারানো তৎকালীন সোভিয়েত নৌবাহিনীর সদস্য ইউরিজ রেডকিনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে চট্টগ্রাম। শনিবার বিকেলে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মান্টিটস্কিকে নিয়ে রেডকিনের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী। এর আগে রুশ রাষ্ট্রদূত মেয়রের সঙ্গে মতবিনিময় করেন। উল্লেখ্য, মুক্তিযুদ্ধকালে বিভিন্ন ধরনের মাইন পেতে চট্টগ্রাম বন্দর চ্যানেলকে অচল করেছিল পাকিস্তানীরা। দেশ স্বাধীনের পর মাইন অপসারণ করে কর্ণফুলী চ্যানেলকে নিরাপদ করার দায়িত্ব নেয় রাশিয়া। ১৯৭৩ সালে চ্যানেল থেকে মাইন সরাতে গিয়ে আকস্মিক বিস্ফোরণে প্রাণ হারান রেডকিন। চট্টগ্রামের লালদীঘি পার্কে স্থাপিত রয়েছে রেডকিনের স্মৃতিস্তম্ভ। চসিক মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, মহান মুক্তিযুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে শক্তিশালী ভূমিকা পালন করে। সোভিয়েত নাবিকের এই আত্মবিসর্জন দুই বন্ধুরাষ্ট্রের মৈত্রীর বন্ধনকে মর্যাদাপূর্ণ ও সুদৃঢ় ভিত্তি দিয়েছে।
×