ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নানা কর্মসূচীতে শেখ মনির জন্মদিন পালন

প্রকাশিত: ২৩:৩২, ৫ ডিসেম্বর ২০২১

নানা কর্মসূচীতে শেখ মনির জন্মদিন পালন

বিশেষ প্রতিনিধি ॥ বনানী কবরস্থানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি নিবেদন, স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচীর মাধ্যমে শনিবার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিববাহিনীর অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে যুবলীগ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, জন্মদিন যেমন আনন্দের তেমনি জন্মদিনে স্মরণসভা অত্যন্ত বিয়োগান্তক বেদনা বিধুর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৬ দফা শুধু বাস্তবায়িত করেন নাই, এটাকে সুপ্রতিষ্ঠিত করেছেন শেখ ফজলুল হক মনি। তিনি কারান্তরীণ হওয়ার আগে চারণের বেশে সারাদেশে ঘুরে ছয় দফাকে জনগণের অন্তরে গ্রথিত করেছেন। তিনি বলেন, শেখ ফজলুল হক মনি ভাইয়ের একটি সম্মোহনী গুণ ছিল। সেটা হলো যদি কোন শ্রোতা তাঁর বক্তব্যের দ্বিমত পোষণ করতেন, সেই শ্রোতাকেও তাঁর বক্তব্যের মাধ্যমে তাঁর দিকে টেনে নিতেন। এটা তিনি বঙ্গবন্ধুর কাছ থেকে শিখেছিলেন। মনি ভাইয়ের হাত ও কলম সমান তালে চলত, যা অন্য কারও নেতৃত্বের মাঝে দেখি নাই। অনেকে বক্তব্য করতে পারেন, কিন্তু ড্রাফট করতে পারে না, আবার অনেকে ড্রাফট করতে পারে, কিন্তু বক্তব্য দিতে পারে না। মনি ভাই ড্রাফট ও বক্তব্য সমান তালে পারতেন। তিনি তরুণ সমাজকে, যুব সমাজকে স্বাধীনতার জন্য, যুদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করতেন। যুবলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে বলতে হবে- ‘ঝড়-বৃষ্টি আঁধার রাতে যুবলীগ আছে শেখ হাসিনার সঙ্গে। প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে করে বলেন, ‘আপনারা শুধু রাজনীতিবিদ তৈরি করবেন তা নয়, আপনারা নেতা তৈরি করবেন। সকল ক্ষেত্রে নেতার প্রয়োজন। আমরা যতদিন বেঁচে থাকব ততদিন আপনাদের সঙ্গে আছি। শেখ ফজলুল হক মনি শুধু ব্যক্তি নয়, একজন প্রতিষ্ঠানও বটে। যে কোন কঠিন পরিস্থিতিতে আপনারা শেখ হাসিনার পাশে থাকবেন। আমাদের প্রস্তুত থাকতে হবে সামনে যে কোন দুর্যোগ মোকাবেলা করার জন্য। সভাপতির বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ আবেগজড়িত কণ্ঠে বলেন, ‘শেখ ফজলুল হক মনি আমার বাবা। বাবাকে আমরা খুব কম পেয়েছি। আমার যখন মাত্র ৫ বছর বয়স, তখন রক্তাক্ত ১৫ আগস্টে আমার বাবাকে হত্যা করা হয়েছিল। বাবার যেই বিষয়টি আমাকে সবচেয়ে বেশি নাড়া দেয়, সেটা হলো তাঁর কর্ম ও মমত্ববোধ। তিনি আত্মকেন্দ্রিক রাজনীতিবিদ ছিলেন না, নেতাকর্মীদের প্রতি ছিল তাঁর অপরিসীম মমত্ববোধ ও দরদ। রাজপথে শেখ ফজলুল হক মনির যুবলীগ, দেশের প্রতিক্রিয়াশীল ও ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করতে, জনগণের ওপর তাদের জুলুম-অত্যাচারের জবাব দিতে সর্বদা প্রস্তুত। সত্য প্রকাশে দ্বিধা করেননি শেখ মনিÑ মেয়র তাপস ॥ শহীদ শেখ ফজলুল হক মনির কবরে শ্রদ্ধা নিবেদন শেষে মতবিনিমিয়কালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, শহীদ শেখ ফজলুল হক মনির লেখনী যুব সমাজের জন্য পাথেয় হয়ে থাকবে। তিনি কখনই সত্য প্রকাশে দ্বিধা করেননি। লেখনীর মাধ্যমে জাতি গঠনে ভূমিকা রাখার পাশাপাশি মুজিববাদের কার্যক্রম তিনি তুলে ধরেছেন।
×