ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাকিব নিউজিল্যান্ড সফরে যাবেন না, দল ঘোষণা

প্রকাশিত: ২৩:৩১, ৫ ডিসেম্বর ২০২১

সাকিব নিউজিল্যান্ড সফরে যাবেন না, দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন নিউজিল্যান্ড সফরে দুই টেস্টের সিরিজে খেলতে চান না সাকিব আল হাসান। এমন গুঞ্জন শোনা যাচ্ছিল গত কয়েকদিন ধরে। সেই গুঞ্জনটা যে সত্য তা শনিবার নিউজিল্যান্ড সফরের দল ঘোষণার পর নিশ্চিত হয়েছে। সাকিবকে নিয়েই ১৮ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মৌখিকভাবে জানানোর পর শনিবার রাতে সফরে না যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিসিবিকে চিঠি দিয়েছেন সাকিব। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও একই উত্তর দিয়েছেন। ১৮ জনের নিউজিল্যান্ডগামী টেস্ট দল থেকে ছিটকে গেছেন ওপেনার সাইফ হাসান, নবাগত ডানহাতি পেসার রেজাউর রহমান রাজা ও অফস্পিনার নাঈম হাসান। পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজের দুই টেস্টের দলে না থাকলেও আবার ফিরেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। আগামী ৯ ডিসেম্বর নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুই প্রথম টেস্ট এবং ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর কথা রয়েছে। নিউজিল্যান্ড সফর বিবেচনায় মিরপুর টেস্টে ২০ জনের দল ঘোষণা করে বিসিবি। পাকদের বিপক্ষে মিরপুর টেস্ট ৮ ডিসেম্বর সমাপ্ত হওয়ার পরদিনই নিউজিল্যান্ডগামী বিমানে ওঠার কথা রয়েছে বাংলাদেশ দলের। জানুয়ারিতে দুই টেস্টের সিরিজ হলেও এত আগে যাওয়ার কারণ মূলত কোয়ারেন্টাইন ইস্যু। নিউজিল্যান্ড পৌঁছে ৭ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হবে। এ কারণে পাকদের বিপক্ষে চলমান সিরিজেই কিউইগামী সম্ভাব্য ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে নিয়েছে বিসিবি। সেখান থেকেই নিউজিল্যান্ড সফরের দল দেয়া হয়েছে শনিবার সন্ধ্যায়। পাকিস্তানের বিপক্ষে গ্রোয়েন ইনজুরির কারণে দুই টেস্টের দলে থাকতে পারেননি শরিফুল। কিন্তু তিনি দলের সঙ্গে জৈব সুরক্ষা বলয়েই আছেন। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে আছেন তিনি। ছিটকে গেছেন প্রথমবার টেস্ট দলে ঠাঁই পেয়েও না খেলা ডানহাতি তরুণ পেসার রাজা। ওপেনার সাইফ ব্যর্থতা এবং টাইফয়েড আক্রান্ত হওয়ায় ছিটকে গেছেন। অফস্পিনার নাঈম হাসান বাদ পড়েছেন। এছাড়া সাকিব খেলার ইচ্ছা নেই এমনটা জানালেও আছেন দলে। তার বিষয়ে বিসিবি সভাপতি পাপন বলেন, ‘আনুষ্ঠানিকভাবে সে (সাকিব) কিছু বলেনি। তবে অনানুষ্ঠানিকভাবে সে বলেছে। আমি বলেছি আনুষ্ঠানিকভাবে জানাতে, তারপর সিদ্ধান্ত। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ টেস্ট দল ॥ মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও নাইম শেখ।
×