ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেরপুর সীমান্তে বন্যহাতির তান্ডবে ফসলের ক্ষয়ক্ষতি, আতঙ্কে প্রাণ গেল কৃষকের

প্রকাশিত: ২১:৪২, ৪ ডিসেম্বর ২০২১

শেরপুর সীমান্তে বন্যহাতির তান্ডবে ফসলের ক্ষয়ক্ষতি, আতঙ্কে প্রাণ গেল কৃষকের

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ফের শুরু হয়েছে বন্যহাতির তা-ব। গতকয়েক দিন ধরে পাহাড়ি গ্রামগুলোর ফসলি জমিতে প্রায়ই নেমে আসছে বন্যহাতির দল। শুক্রবার রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া গ্রামের কয়েকটি ক্ষেতের পাকা ধান খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে নষ্ট করছে বন্যহাতির দল। এদিকে বন্যহাতির দল জমির ফসল নষ্ট করায় আতঙ্কে স্ট্রোক করে মারা গেছেন আবুল কালাম (৫০) নামে এক কৃষক। তিনি উপজেলার মৃত আব্দুল কামারের ছেলে। রাংটিয়া গ্রামের কৃষক ওয়াহেদ আলী, চাঁন মিয়া, খলিলুর রহমান, ফারুক মিয়া, সুরুজ মিয়া, নজরুল ইসলামসহ গ্রামবাসী জানান, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে ৩০/৪০টি বন্যহাতির একটি দল গভীর অরণ্য থেকে নেমে এসে মো. হেলালসহ কয়েকজন কৃষকের ক্ষেতের পাকা ধান সাবাড় করতে থাকে। ওইসময় ক্ষেতের ফসল রক্ষার্থে মশাল জ্বালিয়ে কৃষকরা হাতি তাড়ানোর চেষ্টা করে। ওই অবস্থায় আতঙ্কে কৃষক আবুুল কালাম স্ট্রোক করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় নলকুড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজনু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে ৪/৫ কাঠা জমির পাকা ধান খেয়ে ও মাড়িয়ে নষ্ট করেছে বন্যহাতির দল। এছাড়া হাতি আতঙ্কে স্ট্রোক করে আাবুল কালাম নামে এক কৃষক মারা গেছেন। এ ব্যাপারে রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া শনিবার সন্ধ্যায় জানান, ক্ষতিগ্রস্তরা থানায় সাধারণ ডায়েরি করে বন বিভাগে জমা দিলে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দেয়া হবে। একই কথা জানান ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ।
×