ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নালিতাবাড়ীতে ব্রিজ না থাকায় ৮ গ্রামের মানুষের যাতায়াতে দুর্ভোগ

প্রকাশিত: ২১:০২, ৪ ডিসেম্বর ২০২১

নালিতাবাড়ীতে ব্রিজ না থাকায় ৮ গ্রামের মানুষের যাতায়াতে দুর্ভোগ

সংবাদদাতা, নালিতাবাড়ী, শেরপুর ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ব্রিজ না থাকায় বাঁশের সাকোতে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন উপজেলার ৮ গ্রামের মানুষ। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে চলাচলকারী মানুষের। এ অবস্থায় ব্রিজ নির্মাণের দাবী জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের মালিঝি নদীর শাখা কলস নদীর উপরে নড়বড়ে একটি বাঁশের সাকো রয়েছে। নিজেদের উদ্যোগে তৈরি এই সাকো দিয়ে চলাচল করেন ওই এলাকার ৮ গ্রামের কমপক্ষে ১০/১২ হাজার মানুষকে। নদীর এক পাড়ে রয়েছে পশ্চিম কলসপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মাদিয়া কওমী মাদ্রাসা ও কলসপাড় নঈমী দাখিল মাদ্রাসা। এছাড়াও রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। অপর প্রান্তে রয়েছে পাশের দুই উপজেলার কয়েকটি গ্রাম। ফলে বাঁশের সাকোতে ঝুঁকি নিয়ে পার হতে হয় শিক্ষার্থীদের। এতে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে। এছাড়া রোগী থাকলে দুর্ভোগের মাত্রা বেড়ে যায় কয়েকগুন। এ সাকোটি নালিতাবাড়ীর কলসপাড়ের ইউনিয়নের পশ্চিম কলসপাড়, শিঙিমারী, চকপাড়া গ্রাম, পার্শ্ববর্তী শেরপুর সদরের কাওয়াবিচি, গেরামারী গ্রাম, ঝিনাগাতী উপজেলার খাটোয়াপাড়া, গোয়ালপাড়া ও কানিপাড়া গ্রামের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম। তাই এই সাকো দিয়ে প্রায় ১০/১২ হাজার মানুষ কষ্ট করে প্রতিনিয়ত যাতায়াত করেন। কলসপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অনন্যা বলেন, এ সাকো দিয়ে চলাচল করতে আমগর খুব কষ্ট অয়। একবার পা পিচলে পইড়াও গেছিলাম। এখন সাবধানে সাকোতে উঠি। এই হানে একটা ব্রিজ দিলে ভালো অইতো। কৃষক শাহজাহান মিয়া বলেন, সুস্থ মানুষ সাঁকো দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনায় পড়ছেন। অসুস্থদের অবস্থা বলার মতো নয়। বেশি সমস্যা হয় প্রসূতিদের নিয়ে। নঈমী দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সামাদ বলেন, সাকো দিয়ে পারাপার হতে হয় বলে শিক্ষার্থী নিয়মিত পড়তে আসে না। একটা মাত্র ব্রিজের অভাবে এলাকায় শিক্ষার হার অনেক পিছিয়ে আছে। কলসপাড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, কলসনদীর উপর ব্রিজ নির্মাণ অতি প্রয়োজন। সংশ্লিষ্ট দপ্তরে ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হবে। এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল হান্নান বলেন, সরেজমিনে পরিদর্শন করে সেখানে ব্রিজ নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
×