ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কালকিনিতে অটোভ্যান চালকের ঘরে অগ্নিসংযোগের অভিযোগ

প্রকাশিত: ২০:৫৯, ৪ ডিসেম্বর ২০২১

কালকিনিতে অটোভ্যান চালকের ঘরে অগ্নিসংযোগের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ মাদারীপুরের কালকিনিতে মোঃ হানিফ হাওলাদার-(৩৩) নামে এক অসহায় অটোভ্যান চালকের ঘরে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এতে করে প্রায় লক্ষাধীক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি। আজ শনিবার ভোররাতে এ অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এদিকে এ অগ্নিসংযোগের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী পরিবার। এলাকা ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার সাহেবরামপুর এলাকার ক্রোকিরচর গ্রামের ইদ্রিস হাওলাদার ছেলে অসহায় অটোভ্যান চালক হানিফ হাওলাদার দীর্ঘদিন ধরে তিনটি ছাগল পালন করে আসছিল। হানিফ হাওলাদার ওই ছাগল তিনটি তার বসত ঘরের একটি রুমে লালন-পালন করে আসছিল। কিন্তু পুর্ব শত্রুতার জের ধরে গভীর রাতে কেবা-কারা তার ঘরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এতে করে অসহায় ভ্যান চালক হানিফের তিনটি ছাগলসহ পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে করে ওই দরিদ্র ভ্যানচালকের প্রায় লক্ষাধীক টাকার ক্ষতি সাধন হয়। ভূক্তভোগী হানিফ হাওলাদার কান্না জরিত কণ্ঠে বলেন, আমার ঘরে রাতে অগ্নিসংযোগ করায় আমার ঘর ও ৩টি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ ইশতিয়াক আসফাক রাসেল বলেন, ভ্যান চালক হানিফের ঘরে অগ্নিসংযোগের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।
×