ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষ ॥ গুলিবিদ্ধ ৫ জন

প্রকাশিত: ২০:১০, ৪ ডিসেম্বর ২০২১

রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষ ॥ গুলিবিদ্ধ ৫ জন

সংবাদদাতা, রায়পুরা (নরসিংদী) ॥ নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের কুড়েরপাড় গ্রামে আদিত্য বিস্তার কে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছে। শনিবার(৪ ডিসেম্বর) সকাল ৮ টায় এরশাদ গ্রুপ ও খালেক মালেক গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে এরশাদ মিয়া গ্রুপের মৃত রশিদ মিয়ার ছেলে দুলাল মিয়া (৫০), মৃত নবু মিয়ার ছেলে সোহেল মিয়া (২৮), হানিফ মিয়ার ছেলে সৈয়দ হোসেন (৪২), জুলহাস মিয়ার ছেলে কালন মিয়া (২২), তাহের মিয়ার ছেলে মসির মিয়া (২৫) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা জানায়, গত (২৫ অক্টোবর) এরশাদ মিয়া গ্রুপের আলমগীর হোসেন নিজ বাড়ি থেকে বের হয়ে নরসিংদী তার শ্বশুর বাড়িতে যাওয়ার পথিমধ্যে অপর গ্রুপের লোকেরা পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় থানায় মামলা হলে আসামীরা পলাতক অবস্থায় আদালত থেকে আগাম জামিন নিয়ে আসে। কয়েকদিন যাবত প্রতিপক্ষ দলের লোকজন নিয়ে এলাকায় ঢুকতে চেষ্টা করলে এরশাদ গ্রুপের লোকজন বাধা দিলে দুই দলই সংঘর্ষে জড়িয়ে পড়ে। রায়পুরা থানার ওসি তদন্ত গোবিন্দ সরকার বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
×