ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পদ্মা সেতু ॥ তিনটি জয়েন্ট মুভমেন্টের ঢালাই সম্পন্ন

প্রকাশিত: ১৭:৫১, ৪ ডিসেম্বর ২০২১

পদ্মা সেতু ॥ তিনটি জয়েন্ট মুভমেন্টের ঢালাই সম্পন্ন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বাঙালির সক্ষমতার স্মারক পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে দুর্বার গতিতে। নির্ধারিত সময়ে সেতুটি খুলে দিতে শেষ পর্যায়ে কাজ চলছে এখন। ৬ দশমিক এক পাঁচ কিলোমিটারের তিনটি মুভমেন্ট জয়েন্টের ঢালাই শেষ। বাকী ৫ টি শেষ হবে বিজয়ের মাসেই। মুভমেন্ট জয়েন্টের অগ্রগতি এখন ৫৯ ভাগ। সেতুর গ্যাস লাইনের কাজ চলছে মাওয়া ও জাজিরা উভয় প্রান্ত থেকে। এর অগগতি প্রায় ৫০ শতাংশ। সেতু যান চলাচল উপযোগী করতে পুরোদমে চলছে মুভমেন্ট জয়েন্টের কাজ। এছাড়া গ্যাস লাইন, ল্যাম্পপোস্টসহ হরদম চলছে শেষ পর্যায়ে কাজ। দুই পাড়ের নদী তীরে চলছে নদী শাসনের কাজ। ল্যাম্পপোস্টের অগ্রগতি ৯.১৯ শতাংশ। ৪০০ কেভি বিদ্যুৎ লাইনের অগ্রগতি ৬২ শতাংশ। সেতুর এই অগ্রগতিতে খুশি পদ্মা পারের মনুষ। এদিকে সমানতালে এগিয়ে চলেছে নদী শাসনের কাজ। মাওয়া প্রান্তে নদী শাসনের কাজ চলছে ১ দশমিক ৮০ কিলোমিটার এলাকায়। ব্লক ও বালুর বস্তা ফেলার উপযোগী করতে চলছে এখন বেড তৈরী, চলমান রয়েছে ড্রেজিং। জাজিরা প্রান্তে চলছে বাকী এক কিলোমিটার এলাকায় নদী শাসন। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ৩০ জুন সেতুটি চালুর লক্ষ্যেই চলছে এখন চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। এক্সপানশন জয়েন্ট, মুভমেন্ট জয়েন্টের কাজ চলছে পুরোদমে। তিনি বলেন মূল পদ্মা সেতুর অগ্রগতি ৯৫. ২৫ শতাংশ। নদী শাসনের কাজের অগ্রগতি সাড়ে ৮৬ শতাংশ।
×