ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিচার প্রার্থীদের সুবিধার্থে ভোলায় জেলা জজ আদালতে হেল্প ডেস্ক সেবাকুঞ্জের উদ্বোধন

প্রকাশিত: ১৭:১৮, ৪ ডিসেম্বর ২০২১

বিচার প্রার্থীদের সুবিধার্থে ভোলায় জেলা জজ আদালতে হেল্প ডেস্ক সেবাকুঞ্জের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি বিচার প্রার্থীদের ভোগান্তি লাঘবে ভোলা জেলা ও দায়রা জজ আদালতে "হেল্প ডেস্ক" সেবাকুঞ্জ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন ভোলা জেলা ও দায়রা জজ মো: মহসিনুল হক। উদ্বোধনকালে জেলা ও দায়রা জজ বলেন, হেল্প ডেস্ক স্থাপনের ফলে একদিকে যেমন সুশাসন প্রতিষ্ঠা হবে অন্যদিকে বিচার প্রার্থী মানুষ হয়রানির শিকার হবে না। পাশাপাশি কোন কোর্টে মামলার শুনানি হবে তা খুব সহজেই জানতে পারবেন। পর্যায় ক্রমে এই হেলপ ডেস্ক ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন এর আওতায় আনা হবে। এতে করে বিশ্বের যে কোন প্রান্ত থেকে মানুষ সহজেই সেবা গ্রহণ করতে পারবে বলে জানান তিনি। অনুষ্ঠানে চীফ জুডিসিয়াল মেজ্রিস্ট্রেট শরিফ মো: সানাউল হক, অতিরিক্ত জেলা জজ মো: ওসমান গনি, নারী ও শিশু ট্রাইবুনাল’র বিচারক নুরুল আলম মো: নিপু, সিনিয়র সহকারী জজ নাসিম মাহমুদ, যুগ্ন জেলা জজ মো: জাকারিয়া, জুডিসিয়াল মেজ্রিস্ট্রেট আলী হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্বাস উদ্দিন, ভোলা প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি ফরিদুর রহমান, সাধারণ সম্পাদক মো: নুরুল আমিন নুরনবী প্রমূখ উপস্থিত ছিলেন। পরে জেলা ও দায়রা জজ আদালতের সভা কক্ষে জেলা ও দায়রা জজ মো: মহসিনুল হকের সভাপতিত্বে বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়।
×