ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেখ ফজলুল হক মণির জন্মদিন ॥ যুবলীগের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ১৫:১৮, ৪ ডিসেম্বর ২০২১

শেখ ফজলুল হক মণির জন্মদিন ॥ যুবলীগের শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক ॥ আজ শনিবার (৪ ডিসেম্বর) মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লেখক-সাংবাদিক শহীদ শেখ ফজলুল হক মণির ৮২তম জন্মবার্ষিকী । ১৯৩৯ সালে ৪ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঐতিহাসিক শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধুর নির্দেশে শেখ মনি ১৯৭২ সালে বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে বাংলাদেশের প্রথম যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে যুব রাজনীতির সূচনা করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে শেখ মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণিকেও নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা। শেখ মণির জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে যুবলীগ। এর মধ্যে আজ সকাল সাড়ে ৯টায় বনানী কবরস্থানে শহীদ শেখ মণি ও ১৫ আগস্টের শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে দলটি। এছাড়া বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে ‘শেখ ফজলুল হক মণি : সৃষ্টিশীল তারুণ্যের প্রতীক’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। প্রধান আলোচক ওয়ার্ল্ড ইউভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী। সভাপতিত্ব করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
×