ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইসলামিক এ্যারাবিক ইনস্টিটিউটের প্রস্তাবিত ক্যাম্পাস পরিদর্শন করলেন সৌদি রাষ্ট্রদূত

প্রকাশিত: ০০:০০, ৪ ডিসেম্বর ২০২১

ইসলামিক এ্যারাবিক ইনস্টিটিউটের প্রস্তাবিত ক্যাম্পাস পরিদর্শন করলেন সৌদি রাষ্ট্রদূত

কেরাণীগঞ্জ উপজেলার ঘাটারচর ও মধ্যেরচর মৌজায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত ক্যাম্পাসে সৌদি সরকারের অর্থায়নে ইসলামিক এ্যারাবিক ইনস্টিটিউট স্থাপনের নিমিত্তে ঢাকার সৌদি দূতাবাসের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান গত বৃহস্পতিবার বেলা ১১টায় পরিদর্শন করেন। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানকে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন এইচ ই ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, এসএম এহসান কবীর, ট্রেজারার, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, মোঃ ইকবাল হোসেন খান, মহাপরিচালক, ওয়েস্ট এশিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়, মোঃ শহীদুল ইসলাম, জেলা প্রশাসক ঢাকা, মোল্লা মোহাম্মদ আনিসুজ্জামান, উপ-সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব শাহীন আহমেদ। আরও উপস্থিত ছিলেন ড. মোঃ রফিক আল মামুন, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব), অধ্যাপক এসএম গাউসুল আজম, পরীক্ষা নিয়ন্ত্রক, ড. মোঃ আবু হানিফা, উপ-রেজিস্ট্রার, ড. জাভেদ আহমাদ, সহকারী অধ্যাপক, মোঃ জাকির হোসেন ও ফাহাদ আহমদ মোমতাজী সহকারী রেজিস্ট্রার, মোঃ জিয়াউর রহমান, সহকারী পরিচালকসহ (পরিকল্পনা ও উন্নয়ন) ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। -বিজ্ঞপ্তি
×