ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রূপপুরে গাড়ির ধাক্কায় বিদেশী নাগরিক নিহত

প্রকাশিত: ২৩:৫৮, ৪ ডিসেম্বর ২০২১

রূপপুরে গাড়ির ধাক্কায় বিদেশী নাগরিক নিহত

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুত উৎপাদন প্রকল্পে (আরএনপিপি) পেলোডার গাড়ির ধাক্কায় কোনিরবিভ বাইরজান (৩৫) নামে এক কাজাকিস্তানের নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা এগারোটায় কর্মরত অবস্থায় পেছন থেকে পেলোডা ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত কোনিরবিভ বাইরজান রূপপুর প্রকল্পের রাশিয়ানদের মালিকানাধীন সাবঠিকাদারি প্রতিষ্ঠান নিকিমথের কর্মচারী ছিলেন। রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিমথ সূত্রে জানা যায়, গত ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর কোনিরবিভ বাইরজান রূপপুর প্রকল্পের রাশিয়ান মালিকানাধীন নিকিমথের ইনস্টল পদে যোগ দেন। এর পর থেকে তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিদিনের ন্যায় ঘটনার সময়ও তিনি কর্মরত থেকে মনোযোগী হয়ে দায়িত্ব পালন করাকালীন রাশিয়ান মালিকানাধীন তেস্ট রোসেম নামক কোম্পানির পেলোডা গাড়ি তাকে ধাক্কা দেয়। অতিরিক্তি পুলিশ সুপার ফিরোজ কবীর জানান, মরদেহ উদ্ধার করে সুরুতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
×