ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নবেম্বর মাসে প্রায় ৮৮ কোটি টাকার চোরাচালান জব্দ করেছে বিজিবি

প্রকাশিত: ২১:২৯, ৪ ডিসেম্বর ২০২১

নবেম্বর মাসে প্রায় ৮৮ কোটি টাকার চোরাচালান জব্দ করেছে বিজিবি

স্টাফ রিপোর্টার ॥ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত নবেম্বর মাসে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ৩ কেজি ২৩০ গ্রাম আইস, ১৩ লাখ ১২ হাজার ২৬৯ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে। শুক্রবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, নবেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থান থেকে জব্দ করা ইয়াবা ও অন্যন্য চোরাচালান পণ্যের বাজার মূল্য ৮৭ কোটি ৯৬ লাখ ৮৬ হাজার টাকা। এসব জব্দ করা পণ্যের মধ্যে ৩ কেজি ২৩০ গ্রাম ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ আইস, ১৩ লাখ ১২ হাজার ২৬৯ পিস, ২৪ হাজার ৫৫০ বোতল ফেনসিডিল, ১৬ হাজার ২২৪ বোতল বিদেশী মদ, এক হাজার ৪৩৬ ক্যান বিয়ার, এক হাজার ৩৫৮ কেজি গাঁজা, ৮ কেজি ৩৪০ গ্রাম হেরোইন, ৯ হাজার ৯০২টি ইনজেকশন, ৫ হাজার ৬৯৮টি ইস্কাফ সিরাপসহ ১০ লাখ ৪৭ হাজার ৭৭৩টি অন্যান্য ট্যাবলেট জব্দ করা হয়েছে।
×