ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংস্কৃতি সংবাদ

বঙ্গবন্ধু ও স্বাধীনতা নাট্যোৎসব শুরু

প্রকাশিত: ২১:১৪, ৪ ডিসেম্বর ২০২১

বঙ্গবন্ধু ও স্বাধীনতা নাট্যোৎসব শুরু

স্টাফ রিপোর্টার ॥ বাঙালী সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্যের সবচেয়ে ঘনিষ্ঠ ও বিকশিত মাধ্যম নাটক। আর সেই নাটকের আশ্রয়ে উদ্যাপিত হচ্ছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। এই উপলক্ষ সঙ্গী করে শুক্রবার থেকে শুরু হলো মহাকাল নাট্য সম্প্রদায় আয়োজিত ১১ দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা নাট্যোৎসব। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে উৎসবের নাটকগুলো মঞ্চস্থ হবে। শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে উৎসবের উদ্বোধন করা হয়। বিভিন্ন জেলার সংস্কৃতি চর্চার সঙ্গে সম্পৃক্ত ৫০ বীর মুক্তিযোদ্ধা উৎসব উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক। স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদ্যাপন পরিষদের সদস্য সচিব মোঃ শাহনেওয়াজ। সভাপতিত্ব করবেন উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক এ্যাডভোকেট আফজাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে ‘স্মরণে ’৭১’ শীর্ষক নান্দনিক কোরিওগ্রাফির মঞ্চায়ন হয়। উৎসবজুড়ে থাকবে ঢাকা ও ঢাকার বাইরের ১৪টি নাট্যদলের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক মঞ্চসফল নান্দনিক নাটক মঞ্চায়ন। উদ্বোধনী সন্ধ্যায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হয় মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক ‘ঘুম নেই’। নাসির উদ্দিন ইউসুফ রচিত প্রযোজনাটির কাহিনী বিন্যাস, পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন জন মার্টিন। আজ ৪ ডিসেম্বর শনিবার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে চট্টগ্রামের উত্তরাধিকার নাট্যদলের নাটক ‘মৃত্যু পাখি’, ৫ ডিসেম্বর বরিবার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দৃশ্যকাব্যের নাটক ‘বাঘ’, ৬ ডিসেম্বর সোমবার মূল হলে শব্দ নাট্যচর্চা কেন্দ্রের নাটক ‘রাইফেল’, ৭ ডিসেম্বর মঙ্গলবার মূল হলে বুনন থিয়েটারের নাটক ‘সিক্রেট অব হিস্ট্রি’, পরীক্ষণ থিয়েটার হলে ঢাকা পদাতিকের ‘কথা ’৭১’, ৮ ডিসেম্বর বুধবার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বাংলাদেশ পুলিশ থিয়েটারের নাটক ‘অভিশপ্ত আগস্ট’, ৯ ডিসেম্বর বৃহস্পতিবার মূল হলে প্রাঙ্গণেমোর প্রদর্শন করবে ‘কনডেমড সেল’, পরীক্ষণ থিয়েটার হলে সংলাপ গ্রুপ থিয়েটার প্রদর্শন করবে তাদের নাটক ‘মানব সুরৎ’। এছাড়া ১০ ডিসেম্বর শুক্রবার মূল হলে মহাকাল নাট্য সম্প্রদায় আনবে ‘শ্রাবণ ট্র্যাজেডি’, এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে থিয়েটার আর্ট ইউনিট আনবে ‘কোর্ট মার্শাল’, ১১ ডিসেম্বর শনিবার মূল হলে বরিশালের নাট্যম মঞ্চায়ন করবে নাটক ‘তীলক’, ১২ ডিসেম্বর বরিবার মূল হলে পদাতিক নাট্য সংসদ (টিএসসি) মঞ্চায়ন করবে তাদের নাটক ‘কালরাত্রি’, ১৩ ডিসেম্বর সোমবার থিয়েটার মঞ্চায়ন করবে ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’। উৎসব উপলক্ষে জাতীয় নাট্যশালার লবিতে একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী পাভেল রহমানের ছবি নিয়ে ‘বঙ্গবন্ধুর জীবন’ স্থিরচিত্র প্রদর্শনী এবং বাংলাদেশ থিয়েটার আর্কাইভস কর্তৃক বাংলাদেশের ৫০ বছরের নাটকের পোস্টার ও স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উৎসবে ’একটি অমীমাংসিত রাজনৈতিক বাস্তবতা: প্রেক্ষিত মহাকালের ঘুম নেই’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া এই উৎসবে বাংলাদেশের ৫০ বছরে সংস্কৃতি চর্চা, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে যে সকল প্রতিষ্ঠান নিয়মিত গবেষণা ও প্রসারে ভূমিকা রেখে চলেছে এমন ৯টি প্রতিষ্ঠানকে (মুক্তিযুদ্ধ জাদুঘর, সিরাজগঞ্জ উত্তরণ মহিলা সংস্থা, থিয়েটার পত্রিকা, উদীচী শিল্পীগোষ্ঠী, ছায়ানট, বাংলাদেশ গ্রাম থিয়েটার, কেন্দ্রীয় কচিকাঁচার মেলা, পিপলস থিয়েটার এ্যাসোসিয়েশন, বাংলাদেশ থিয়েটার আর্কাইভস) আগামী ১০ ডিসেম্বর সম্মাননা দেয়া হবে। রংপুর বিভাগীয় লেখক সম্মাননা ॥ নিজস্ব সংবাদদাতা রংপুর থেকে জানান, বিশিষ্ট কবি বাবুল আনোয়ার বিভাগীয় লেখক পরিষদ, রংপুর ২০২১ সম্মাননা পাচ্ছেন। আগামী ১১ ডিসেম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা স্মারক প্রদান করা হবে। বিভাগীয় লেখক পরিষদ,রংপুর প্রতিবছর জেলাওয়ারি এ সম্মাননা প্রদান করে আসছে। বাবুল আনোয়ার সাম্প্রতিক বাংলা কবিতার এক উজ্জ্বল নাম। তার কবিতাগ্রন্থের মধ্যে রয়েছে তবুও রয়েছি জেগে, জানালায় দাঁড়িয়ে নদী, চোখ জুড়ে ভোরের আকাশ, কর্ষিত কালের আধার, যে ডাকে সে পর হয়ে যায়, ভালবাসার লিরিক প্রভৃতি।
×