ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মরোক্কান ইউটিউবারকে জীবনসঙ্গিনী করলেন প্রবাসী ফুটবলার রিয়াসাত

প্রকাশিত: ২০:১৯, ৩ ডিসেম্বর ২০২১

মরোক্কান ইউটিউবারকে জীবনসঙ্গিনী করলেন প্রবাসী ফুটবলার রিয়াসাত

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৩ সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছিলেন জার্মান প্রবাসী ফুটবলার রিয়াসাত ইসলাম খাতন। লক্ষ্য ছিল জন্মভূমির জার্সিতে খেলবেন। কিন্তু সেবার চোটের কারণে সুযোগ না পেলেও ২০১৫ সালে সিঙ্গাপুরের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ দলের স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন ডাচ্ কোচ লোডভিক ডি ক্রুইফের অধীনে। কিন্তু সেবারও অভিষেকটা হয়নি। হাঁটুর অপারেশনের কারণে বেশ কিছুদিন ধরে মাঠের বাইরে। আর এই ফাঁকে শুভ কাজটা মানে বিয়েটা সেরে নিলেন ৩২ বছর বয়সী রিয়াসাত। গত ২৭ নভেম্বর মরোক্কান ইউটিউবার মারোয়া ইসাইদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন জার্মানিতে শৈশব ও কৈশোর পার করা রিয়াসাত। জার্মানিতে বসবাস করলেও রিয়াসাত বিয়ের কাজ সম্পন্ন করেছেন আফ্রিকান দেশ মরোক্কোতে। তার স্ত্রী একজন ইউটিউবার, ইউটিউবে তার ১ লাখের বেশি অনুসারী রয়েছে। ফ্রেইবুর্গের একাডেমিতে বেড়ে ওঠা রিয়াসাত দুবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে ঢাকায় এসেছিলেন। তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত ছিল ওয়েলস প্রিমিয়ার লিগে লানেল্লি টাউন এফসির হয়ে খেলা। প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে ইউরোপের শীর্ষ লিগে খেলার সুযোগ পেয়ে ইতিহাস গড়েছিলেন তিনি।
×