ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সরকারের সঙ্গে কাজ করে যাবে রূপালী ব্যাংক

প্রকাশিত: ১৬:৪০, ৩ ডিসেম্বর ২০২১

অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সরকারের সঙ্গে কাজ করে যাবে রূপালী ব্যাংক

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সরকারের সঙ্গে একযোগে কাজ করে যাবে রূপালী ব্যাংক। এছাড়াও ফরিদপুর অঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষে এ বিজয়ের মাসেই ব্যাংকের ফরিদপুর ডিভিশনও খোলা হবে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেছেন রূপালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান কাজী সানাউল হক। এর আগে তার নেতৃত্বে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও উর্দ্ধতন কর্মকর্তারা টুঙ্গীপাড়ায় যান এবং জাতির পিতার সমাধিবেদীতে পুষ্পার্ঘ্য অর্পন করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর ব্যাংকের এক্সিকিউটিভ ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকেও পৃথকভাবে পুষ্পার্ঘ্য অর্পন করে জাতির পিতাকে শ্রদ্ধা জানানো হয়। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ জাহাঙ্গীর হোসেন সহ ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তা ও সংগঠনগুলির নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
×