ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আন্তঃবাহিনী কাবাডি ॥ নৌবাহিনী চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০১:৩৫, ৩ ডিসেম্বর ২০২১

আন্তঃবাহিনী কাবাডি ॥ নৌবাহিনী চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে বাংলাদেশ বিমানবাহিনী আয়োজিত আন্তঃবাহিনী কাবাডি প্রতিযোগিতায় নৌবাহিনী চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে যশোরে বিমানবাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে নৌবাহিনী ৩৫-২৪ পয়েন্টে বিমানবাহিনীকে পরাজিত করে। ‘মুজিববর্ষ’ উদ্যাপনের অংশ হিসেবে বাংলাদেশ বিমানবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত আন্তঃবাহিনী কাবাডি প্রতিযোগিতায় তিনটি দল অংশগ্রহণ করে। ২৯ নবেম্বর উদ্বোধনী দিনে নৌ ও বিমানবাহিনী ৩০-৩০ পয়েন্টে ড্র করে। দ্বিতীয় দিনে বিমানবাহিনী ২৪-২৩ পয়েন্টে রুদ্ধশ্বাস উত্তেজনায় সেনাবাহিনীকে পরাজিত করে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নৌবাহিনী ৩৭-২৫ পয়েন্টের ব্যবধানে সেনাবাহিনীকে পরাজিত করে। গ্রুপ পর্ব শেষে নৌবাহিনী ও বিমানবাহিনী ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। ফাইনালে নৌবাহিনী ৩৫-২৪ পয়েন্টে বিমানবাহিনীকে পরাজিত করে। বিজয়ী দলের এম তুহিন তরফদার অনবদ্য ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সহকারী বিমানবাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক। অনুষ্ঠানে তিন বাহিনীর উর্ধতন কর্মকর্তা এবং অন্য পদবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
×