ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জের বিস্ফোরণে দগ্ধ ভাইবোনের মৃত্যু

প্রকাশিত: ০১:২১, ৩ ডিসেম্বর ২০২১

মুন্সীগঞ্জের বিস্ফোরণে দগ্ধ ভাইবোনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সদর উপজেলার চরমুক্তারপুরের একটি ভবনে বিস্ফোরণে দগ্ধ ভাইবোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়। রাত সাড়ে ৯টায় ইয়াসিন (৬) ও ৭টায় ফাতেমা ওরফে নোহর (৩) মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাদের বাবা-মা এখন একই হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মা শান্তা বেগমের (২৭) শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে এবং বাবা কাওসার খানের (৩৬) ৬০ ভাগ পুড়ে গেছে। এসব তথ্য দিয়ে সদর থানার ওসি (তদন্ত) রাজিব খান ডাক্তারের বরাত দিয়ে জানান, তাদের হার্টবিট কমে যাচ্ছে। বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে শহরের চর মুক্তারপুরের শাহ সিমেন্ট রোডে জয়নাল মিয়ার চারতলা ভবনের দ্বিতীয় তলার তিনটি কক্ষে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের চারজনসহ ৫ জন ঘুমন্ত দগ্ধ হন। অপর দগ্ধ প্রতিবেশী হৃতিকা পালকে (৪) স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মুন্সীগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) রাজিব খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ হয়ে কক্ষে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটে। শীতের কারণে কক্ষের সব জানালা বন্ধ ছিল। তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। সিআইডি পুলিশের সংশ্লিষ্ট টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
×