ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

প্রকাশিত: ২৩:৫০, ৩ ডিসেম্বর ২০২১

কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও লালন শাহ হলের প্রোভোস্ট সেলিম হোসেনের মৃত্যুর ঘটনার প্রতিবাদে ও দোষীদের চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারসহ বিভিন্ন দাবিতে একাডেমিক কার্যক্রম বর্জন করে সমাবেশ ও বিক্ষোভ করেছে কুয়েট শিক্ষক সমিতি। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানান শিক্ষকরা। এদিকে শিক্ষক সেলিমের মৃত্যুর কারণ উদঘাটনে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির দুজন কমিটিতে থাকতে অপারগতা প্রকাশ করেছেন বলে জানান কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।
×