ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ান এয়ারলাইন্সে বিমানবাহিনীর তল্লাশি

প্রকাশিত: ২৩:৩৩, ৩ ডিসেম্বর ২০২১

মালয়েশিয়ান এয়ারলাইন্সে বিমানবাহিনীর তল্লাশি

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-১৯৬ ফ্লাইটে বোমা বহনকারী যাত্রী রয়েছে এমন সন্দেহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরে জরুরী ব্যবস্থা গ্রহণ করে। এরই প্রেক্ষিতে বাংলাদেশ বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট, কুইক রিএ্যাকশন ফোর্স, ফায়ার ফাইটার এবং উর্ধতন কর্মকর্তাবৃন্দ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন। এছাড়াও এভসেক, র‌্যাব, ফায়ার সার্ভিস, পুলিশ, এপিবিএনের সদস্যরা বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা জোরদার করে। উড়োজাহাজটি রাত ৯টা ৩৮ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করলে উইং কমান্ডার ওয়ালিদের নেতৃত্বে বিমানবাহিনীর কুইক রিএ্যাকশন ফোর্স ট্যাক্সিওয়ে ‘হোটেল’ এ বিমানটিকে ঘিরে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়। পরবর্তীতে উইং কমান্ডার মহিউদ্দিনের নেতৃত্বে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ফ্লাইটের প্রত্যেক যাত্রী ও লাগেজ তল্লাশি করে। বোম্ব ডিসপোজাল ইউনিট উড়োজাহাজটির ভিতরে এবং কার্গো কম্পার্টমেন্ট সম্পূর্ণরূপে তল্লাশি পরিচালনা করে এবং কোথাও বিস্ফোরক জাতীয় কোন কিছুর সন্ধান পাওয়া যায়নি। রাত ১টায় বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট মালয়েশিয়ান এয়ারলাইন্সের উড়োজাহাজটিকে নিরাপদ ঘোষণা করে। -আইএসপিআর
×