ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইপি টিভি এখন বাস্তবতা : তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১৬:৫২, ২ ডিসেম্বর ২০২১

আইপি টিভি এখন বাস্তবতা : তথ্যমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ওটিটি (ওভার দ্য টপ স্ট্রিমিং) প্লাটফর্মে অনুষ্ঠান প্রচার করলে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ওটিটি প্ল্যাটফর্মের ব্যাপারে মোবাইল অপারেটরদের কাছে জানতে চাওয়া হবে। নিয়মবহির্ভূতভাবে লাইসেন্সের শর্ত ভঙ্গ করে কিছু করলে ব্যবস্থা নেওয়া হবে। আইপি টিভি এখন বাস্তবতা। যাচাই-বাছাই করেই লাইসেন্স দেওয়া হবে। ১৪টি আইপি টিভির লাইসেন্স দেওয়া হয়েছে। আইপি টিভিতে কোনো সংবাদ প্রচার করা যাবে না বলেও জানান মন্ত্রী।
×