ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নানা আয়োজনে খাগড়াছড়িতে পার্বত্য চুক্তির ২৪তম বর্ষপূর্তি পালিত

প্রকাশিত: ১৬:০৩, ২ ডিসেম্বর ২০২১

নানা আয়োজনে খাগড়াছড়িতে পার্বত্য চুক্তির ২৪তম বর্ষপূর্তি পালিত

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ নানা আয়োজনে খাগড়াছড়িতে পালিত হচ্ছে পার্বত্য শান্তি চুক্তি চব্বিশ বছর। করোনার কারণে সীমিত পরিসরে দিবসটি পালন করছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। চুক্তি উপলক্ষে আজ বৃহষ্প্রতিবার সকালে শান্তি চুক্তির র‍্যালি বের করে খাগড়াছড়ি রিজিয়ন ও পার্বত্য জেলা পরিষদ। শহরের বিভিন্ন সড়ক ঘুরে র‍্যালিটি জেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ইনস্টিটিউট প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শান্তি চুক্তি অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ইনস্টিটিউট প্রাঙ্গণে মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করে স্থানীয় শিল্পীরা। এর পর পর অনুষ্টিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান ।পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধূরীর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা । অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা, খাগড়াছড়ি বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মো: জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে,কর্ণেল তৌফিকুল বারী, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ,পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা বশিরুল ভুঁইয়া ও খাগড়াছড়ি রিজিয়নের জিটু আই মেজর জাহিদ হাসানসহ উচ্চ পদস্থ সামরিক-বেসামরি কর্তকর্তা ও জনপ্রতিনিধিরা। আলোচনা সভায় প্রধান অতিথির ব্ক্তব্যে স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়ের সংঘাতময় পরিস্থিতির নিরসন হয়েছে। সরকার চুক্তি অনেক ধারা বাস্তবায়ন করেছে। বাকি ধারাগুলোও বাস্তবায়ন করবে। চুক্তি বাস্তবায়নের জন্য তিনি জনসংহতি সমিতির সহযোগিতা প্রত্যাশা করেন। অপর দিকে পার্বত্য চুক্তির মৌলিক ধারা ভূমি সমস্যা নিরসন, ভারত প্রত্যাগত শরণার্থীদের পুনর্বাসনসহ তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচনসহ মৌলিক ধারাসমূহ বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি। সংগঠনের নেতৃবৃন্দরা দ্রুত চুক্তি বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে । সকালে পার্বত্য চুক্তি উপলক্ষে মারমা উন্নয়ন সংসদে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সমিতির সভাপতি সুভাষ কান্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সবা থেকে এ আহবান জানারো হয় । এদিকে শান্তি চুক্তি উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। পার্বত্য শান্তি চুক্তির ২৪তম বর্ষপূর্তি উপলক্ষে অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল ও মাক্স বিতরন, দরিদ্রদের মাঝে খাবার বিতরন। সন্ধ্যায় ফানুসবাতি ও আতশ বাজি উড়ানো ।
×