ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফোর্বসের 'থার্টি আন্ডার থার্টি'র তালিকায় বাংলাদেশি তরুণী

প্রকাশিত: ১৫:১৪, ২ ডিসেম্বর ২০২১

ফোর্বসের 'থার্টি আন্ডার থার্টি'র তালিকায় বাংলাদেশি তরুণী

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশের তরুণী বাশিমা ইসলাম যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বসের ‘থার্টি আন্ডার থার্টি’ তালিকায় স্থান পেয়েছেন। বোস্টনের ওয়েস্টার পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ও তড়িৎ প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে যোগ দিতে যাচ্ছেন বাশিমা। যুক্তরাষ্ট্রের এ সাময়িকী গতকাল বুধবার ৩০ বছরের কম বয়সী বিশিষ্ট ব্যক্তিদের তালিকাটি প্রকাশ করেছে। সেখানে বিজ্ঞান ক্যাটাগরিতে স্থান পান বাংলাদেশের এই তরুণী। বাশিমা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ থেকে লেখাপড়া শেষ করেন। ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা থেকে পিএইচডি ডিগ্রি নিয়েছেন। উচ্চ মাধ্যমিক পাস করেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে। ফোর্বস প্রতিবছরই ৩০ বছর বয়সের নিচে ৩০ জন করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করে। মোট ২০টি ক্যাটাগরিতে নাম প্রকাশ করা হয়, এর একটি বিজ্ঞান। সেখানে যে ৩০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের মধ্যে একজন বাংলাদেশের বাশিমা ইসলাম। ফোর্বসে তার ছোট একটি প্রোফাইল প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, তিনি ব্যাটারি ছাড়া ইন্টারনেট ব্যবহারযোগ্য ডিভাইস তৈরিতে কাজ করছেন।
×