ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় বাড়ছে শীতজনিত ডায়রিয়ার প্রকোপ

প্রকাশিত: ১৪:২৮, ২ ডিসেম্বর ২০২১

গাইবান্ধায় বাড়ছে শীতজনিত ডায়রিয়ার প্রকোপ

সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধায় শীতজনিত ডায়রিয়া রোগের প্রকোপ বাড়ছে।প্রতিদিনই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বিভিন্ন বয়সী মানুষ। বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো ঠান্ডাজনিত বিভিন্ন অসুখে। গত এক সপ্তাহে শুধু জেলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে প্রায় ২ শতাধিক শিশু এবং মারা গেছে শিশু সহ ৩ জন। আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর ) সকাল পর্যন্ত প্রায় ৫০ জন শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে সদর হাসপাতালে। এদের মধ্যে বেশিরভাগই নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়া রোগে আক্রান্ত। এছাড়া প্রতিদিনই জেলার সাত উপজেলার বিভিন্ন এলাকার থেকে চিকিৎসা নিতে হাসপাতাল, ক্লিনিক ও স্থানীয় চিকিৎসাকেন্দ্রে ছুটছেন নানা বয়সের মানুষ। এ বিষয়ে গাইবান্ধা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ খাইরুন নাহার জানান, গত এক সপ্তাহে শিশু ও বৃদ্ধসহ প্রায় দুশতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। ঠান্ডাজনিত ডায়রিয়ার রোগির সংখ্যাই বেশি। বেডের সমস্যা হলেও আক্রান্ত রোগীদের আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে। গাইবান্ধা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, মাহবুব হোসেন জানান, গত এক সপ্তাহে ডায়রিয়ার মারা গেছে সাত ও নয় বয়সের ২ জন শিশু এবং ৭০ বয়সের এক মহিলা।
×