ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওসি প্রদীপসহ আসামিদের আত্মপক্ষ সমর্থনে সাফাই সাক্ষী দেয়ার সুযোগ

প্রকাশিত: ১০:৫৭, ২ ডিসেম্বর ২০২১

ওসি প্রদীপসহ আসামিদের আত্মপক্ষ সমর্থনে সাফাই সাক্ষী দেয়ার সুযোগ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো: রাশেদ খান হত্যা মামলায় অন্যতম আসামি বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশসহ আসামিদের পক্ষে কোন ধরণের সাফাই সাক্ষী দেয়া হবে কিনা জিজ্ঞাসা করবে আদালত। ফৌজদারি কার্যবিধি ৩৪২ধারায় সাক্ষীদের জবানবন্দি এবং আসামিপক্ষ জেরার পর আসামিদের দোষী না নির্দোষ জিজ্ঞাসা করে আসামি আত্মপক্ষ সমর্থনে কোন কাগজপত্র বা সাপাই সাক্ষী দিবেন কিনা কোর্ট জিজ্ঞাসা করে থাকে। বুধবার এই মামলার তদন্তকারী কর্মকর্তা ও আসামিদের বিরুদ্ধে চার্জশীট দাখিলকারী সিনিয়র এএসপি মো: খাইরুল ইসলামকে দ্বিতীয় দফে টানা তিন ধরে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। তদন্তকারী কর্মকর্তার জেরা সম্পন্ন হওয়ায় এখন ফৌজদারি কার্যবিধি ৩৪২ ধারায় সাক্ষীদের জবানবিন্দ এবং আসামিপক্ষ জেরার পর আসামিদের দোষী নাকি নির্দোষ জিজ্ঞাসা করে আত্মপক্ষ সমর্থনে কোন ডকুমেন্ট বা সাফাই সাক্ষী দিবেন কিনা সেই সুযোগ দেবেন আদালত।
×