ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেখ জামালের ড্রয়ের রাতে শেখ রাসেলের জয়

প্রকাশিত: ০১:৫১, ২ ডিসেম্বর ২০২১

শেখ জামালের ড্রয়ের রাতে শেখ রাসেলের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোঃ মোস্তফা কামাল স্টেডিয়ামে স্বাধীনতা কাপের গ্রুপ ‘বি’র দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত প্রথম ম্যাচে গোলশূন্য ড্রতে শেষ করেছে শেখ জামাল ধানম-ি ক্লাব। রাতে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে জয় কুঁড়িয়ে নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। এই জয়ে গ্রুপ বি-তে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল এই আসরের একবারের চ্যাম্পিয়ন এবং ‘বেঙ্গল ব্লুজ’ খ্যাত রাসেল। ২ ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে জামাল। ১ পয়েন্ট নিয়ে উত্তর বারিধারা তিনে এবং শূন্য পয়েন্ট নিয়ে বাংলাদেশ বিমানবাহিনী ফুটবল দল আছে চারে। বড় জয়ে টুর্নামেন্ট শুরু করলেও বুধবারের ম্যাচে পয়েন্ট হারায় ‘বেঙ্গল ইয়োলোস’ খ্যাত এবং ২০১৩ আসরের রানার্সআপ শেখ জামাল। আক্রমণভাগের ব্যর্থতায় গত লীগে ১১-তে শেষ করা উত্তর বারিধারাকে হারাতে পারেনি গতবারের লীগ রানার্সআপরা। শুরুর ৩০ মিনিট উত্তর বারিধারার রক্ষণভাগে তেমন বিচরণ করতে না পারলেও প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে গোলের সুযোগ পেয়েছিল শেখ জামাল। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় সেগুলোকে গোলে পরিণত করতে পারেনি। দ্বিতীয় ম্যাচের ৮ মিনিটেই গোল করে এগিয়ে যায় রাসেল। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এলিটন মাচাদো ডি সুজা রোসা গোল করেন (১-০)। ২৫ মিনিটে রাসেল ব্যবধান দ্বিগুণ করে। গোলদাতা সেই এলিটনই (২-০)। রেফারি সোহরাব হোসেন খেলা শেষের বাঁশি বাজালে পূর্ণ তিন পয়েন্ট পাওয়ার চিত্তসুখ নিয়ে মাঠ ছাড়ে সাইফুল বারী টিটুর শিষ্যরা।
×