ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেড় বছরে সবচেয়ে কম রেমিটেন্স নবেম্বরে

প্রকাশিত: ০১:৪১, ২ ডিসেম্বর ২০২১

দেড় বছরে সবচেয়ে কম রেমিটেন্স নবেম্বরে

অর্থনৈতিক রিপোর্টার ॥ মহামারী করোনাভাইরাসের মধ্যেও রেমিটেন্স ভাল এলে বর্তমানে তা নিম্নমুখী। এখন ক্রমেই কমছে রেমিটেন্সের পরিমাণ। সদ্য বিদায়ী নবেম্বর মাসে দেশে ১.৫৫ বিলিয়ন বা ১৫৫ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে দেশে, যা দেড় বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২০ সালের মে মাসে সর্বনিম্ন ১৫০ কোটি ডলার রেমিটেন্স আসে দেশে। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য বিদায়ী নবেম্বর মাসে ১.৫৫ বিলিয়ন বা ১৫৫ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা দেড় বছর বা ১৮ মাসের মধ্যে এটিই সবচেয়ে নিম্নগামী। গত বছরের (নবেম্বর ২০২০) একই সময়ের চেয়ে ২৫ শতাংশ কম।
×