ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বোমা সন্দেহে ঢাকায় মালয়েশীয় ফ্লাইটের জরুরী অবতরণ

প্রকাশিত: ০১:২৭, ২ ডিসেম্বর ২০২১

বোমা সন্দেহে ঢাকায় মালয়েশীয় ফ্লাইটের জরুরী অবতরণ

স্টাফ রিপোর্টার ॥ বোমা আতঙ্কে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরী অবতরণ করেছে। এমএইচ১৯৬ ফ্লাইটটি বুধবার রাত ৯টা ৩৮ মিনিটে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় নামে। এদিকে উড়োজাহাজে বোমা থাকার খবরে হযরত শাহজালাল বিমানবন্দরে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী জনকণ্ঠকে বলেন, বিমানবন্দরে একটি মেসেজ আসে যে ফ্লাইটটিতে বোমা থাকতে পারে। এরপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তাকর্মীরা ফ্লাইটটিতে তল্লাশি চালান। যদিও বিমানটির অবতরণের আগে ফায়ার সার্ভিসসহ জরুরী সেবা সংস্থাগুলোকে খবর দেয়া হয়। পর্যাপ্ত নিরাপত্তাও বাড়ানো হয়। পরে জানা যায় উক্ত বিমানে বোমাসদৃশ কোন বস্তু পাওয়া যায়নি। শাহ আমানত ॥ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরী অবতরণ করেছে। বুধবার রাত ৯টা ৪২ মিনিটে ফ্লাইটটি জরুরী অবতরণ করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। খবর ওয়েবসাইটের। বিমানবন্দরে বিমান বাংলাদেশের সহকারী ম্যানেজার ওমর ফারুক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটির ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়। এ কারণে সেটি জরুরী অবতরণ করে।
×